আড়াই রুম!
কে কেমন আছেন, আমি এই তো আছি বেশ
আমার আড়াই রুমের সোনার বাংলাদেশ
কেউ-বা বলে মহা কষ্টে, কেউ-বা বলে বেশ
মনটা আমার বিশ্বজোড়া ক্লান্তির নেই রেশ
আমি এই তো আছি বেশ…
সবুজ ধানে দোল খেলানো, পল্লী বউয়ের কেশ
দোয়েল কোয়েল ময়না টিয়া চেনায় বাংলাদেশ
কেউ-বা বলে মহা কষ্টে, কেউ-বা বলে বেশ
এই তো আছি বেশ, আমার আড়াই রুমের দেশ
আমাদের আড়াই রুমের দেশ !!