নেই….
ভাষা নেই
চাওয়ার মাঝে পাওয়া নেই
দূরত্বে দূর নেই
উষ্ণতায় দমকা পেয়েছি এই
কথা নেই
স্বর তেষ্টায় জল নেই
চোখের বোল নেই
হৃদ্যতা পোড়া মবিল সেই
নেই, নেই
প্রাপ্তির চেয়ে প্রাপ্য বেশি
কথা নেই,
ভাষা নেই,
শরতে শ্বেত শুভ্র কাশফুল নেই
প্রেম নেই
মানুষে মানুষের জোর নেই
ধর্মের ধর্ম নেই
জানি তবু মৃত্যু আসবেই…
কথা নেই
ভাষা নেই
নেই কর্ম
তবুও বলি মানুষে মানুষই…..
"কথা নেই
ভাষা নেই
নেই কর্ম
তবুও বলি মানুষে মানুষই…."
চলিত বাস্তবতায় আমাদের বলতে আমাদের কিছু নেই।
ভাল লিখেছেন কবি।