আমি দিগম্বরী হবো
রঙ মেখে ঢঙ সেজে তোমাদের দ্যাখাবো
নিজেকে নিজের মতো ক’রে রিরংসাকে সঁপে দিবো
আমি মুক্তমনা-স্বাধীন; আমারও আছে অধিকার
অতঃপর, আমি কখনো বোন, কখনো মা, কখনো-বা স্ত্রী তোমার
বাহ্, বেশ বলেছো…তবে,
তুমি দিগম্বরী হও, আমিও হই দিগম্বর
খোলা আসমানে গতরে গতর মিলাই, পড়তে দাও মেঘের জল
কে-বা দোষী, কে-বা সাধু বাছ-বিচারের কোনো প্রয়োজন নেই
তুমি মুক্তমনা-স্বাধীন, আমিও স্বাধীন, এসো আরেকটু দিগম্বর হই!
এসো নোনাজল মুছে পশুতে বুক মেলাই, এসো ভুলে যাই সম্পর্ক
এসো ভুলে যাই ধর্ম; পৃথিবীকে গড়ে তুলি পশুর আবাসস্থল
ভোগ আর সুখে, সুখে আর ভোগে জীবন সাজাই, সত্য কথা এটাই
বয়স বেড়ে গেলে মৃত্যুও যে এগিয়ে আসে এই কথাটি প্রায় সবাই ভুলে যাই।
লিখাটি আমার কাছে অসাধারণ লেগেছে। আহা আপনার মতো করে যদি লিখতে পারতাম !!
আপনিও বেশ ভালো গদ্য লিখেন। যে বিচার করতে পারে সে লিখতেও পারে, আপনি তো মুরুব্বী।
অগাধ মুগ্ধতা কবি রুদ্র দা। মনে হলো অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
ঠিক তাই, অনেকদিন পর। আসলে আগের মতো সময় হয়ে উঠে না, প্রায় সময় নিজের অনলাইন পত্রিকায় সময় ব্যয় করে ফেলি আর বাকিটা ফেসবুক নামক ড্রাগে