চোখ
❑
ও চোখে চোখ পরতেই ভুলে যাই যন্ত্রণাময় যান্ত্রিক জীবনের ইতিহাস
ভুলে যাই দগ্ধ হওয়া হৃদয়ের ক্রন্দন, ভুলে যাই পৃথিবীর পর পৃথিবীর কথা
ও চোখে চোখ পরতেই থমকে দাঁড়ায় প্রতারক, ভুলে যায় ঘোর রাত্রির অহংকার
ও চোখে চোখ পরতেই মৃতপ্রায় বসন্ত ফিরে পায় যৌবন, মায়া ও একটি ঘর
তবুও ক্যানো ও চোখ পোড়ায় অহর্নিশ একটি সকাল ও একটি রাত
ক্যানো লেপ্টে যায় নির্জন অন্ধকারের বিষাদের ছায়ায় একটি ভোর
অতঃপর ও চোখে চোখ পরতেই চৌচির মৃক্তিকা ফিরে পায় উর্বরতা
দুর্বা গুলো পরশ পায় বিশুদ্ধ শিশির দানার, ফোটে ঘাস ফুল, হাসে চন্দ্র সূর্য ও রাত।
কবিদা। তাও ভাল দুর্বা গুলো পরশ পায় বিশুদ্ধ শিশির দানার, আর ফোটে ঘাস ফুল, হাসে চন্দ্র সূর্য ও রাত। জীবন কত আনন্দের তাই না !!
অনেক ভালো লাগলো প্রিয় কবি রুদ্র আমিন! মুগ্ধতা রেখে গেলাম


ও চোখে এত জাদু,,,অনেক সুন্দর লিখেছেন,,
ভালো লাগলো,কবির জন্য শুভেচ্ছা
খুব ভালো লেগেছে।
"চোখে চোখ পরতেই চৌচির মৃক্তিকা ফিরে পায় উর্বরতা।" বাক্যটি সুন্দর হয়েছে প্রিয় কবি। অনেক অনেক অভিনন্দন।
ও চোখে চোখ পড়তেই ভুলে যাই যন্ত্রণাময় যান্ত্রিক জীবনের ইতিহাস /
… … অসাধারণ।