নিরঞ্জনের না বলা কথা – ১১

পূব আকাশে সদ্য বিধবা মেঘ গুলো
যখন নীলের দেশে সাদা ফুল ফুটাতো,
তখন স্কুল শেষে আদিগন্ত জুড়ে
রঙিন ঘুড়ি উড়াতাম।

এমন এক রংধনু মাখা লালাভ বিকেলে
নাটাই হাতে ঘুড়ি-রংধনু নিয়ে চরম দ্বিধাগ্রস্ত,
মাঠে বসা নিরঞ্জনের ঠোঁটে, মিটিমিটি হাসি।

-হাসিস্ কেন, কখনো কি রংধনুর আকাশে
ঘুড়ি উড়িয়েছিস ?

– আমিতো প্রতিদিনই রংধনুতে ঘুড়ি উড়াই…

– ধুর শালা চাপাবাজ!

প্রতি উত্তরে বললো শুধু –
” বিপাশার চোখ তো তোর
বুঝবার কথা না, অরুণ ”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

5 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১১

  1. এখন ধারাবাহিক ভাবে পড়তে পারছি কবি দা। ভাল লাগছে। তবে ব্রেক হলেই কিন্তু গোল বাঁধে। সো বী কন্টিনিউ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2.  চমৎকার! বেশ ভালো লাগছে ত্রিমুখী প্রেম সিরিজhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. চিত্রকল্প দারুণ ফুটেছে মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আমি কখনোই পাঠক প্রিয় হওয়ার জন্য কবিতা লিখি নাই, তবুও আপনারা যারা আমার কবিতা গুলো পড়ে অনুপ্রেরণামূলক মন্ত্যব করেছেন আপনাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। ব্যস্ততার কারনে কিছু দিন যাবত আপনাদের অনেকেরই মন্ত্যবের ধন্যবাদ সূচক জবাব দেওয়া সম্ভব হয় নি, এজন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কবিতা পড়ে আপনাদের যদি ভালো লাগে তা আমার অপ্রত্যাশিত পাওয়া।

     

    "নিরঞ্জনের না বলা কথা" সিরিজটা লেখা শুরু করেছিলাম ২০১৫ এর মাঝামাঝি, আর এই সিরিজের শেষ কবিতাটা লিখেছি গত বছরে ঠিক এই দিনের এক দিন আগে। যদি সুযোগ হয় ২৮ টি কবিতার সব গুলোই শব্দনীড়ে প্রকাশ করবো। 

     

    সবাইকে অশেষ ধন্যবাদ………

মন্তব্য প্রধান বন্ধ আছে।