ধর্ম মানো না, কর্ম মানো না, স্রষ্টাকে করো না বিশ্বাস
অসুখ-বিসুখ হলে ক্যানো তাঁকে ডেকে ডেকে ফ্যালো দীর্ঘশ্বাস?
আজকে তুমি বিশ্ব সুন্দরী কিংবা সেলিব্রেটি নায়ক শাহরুখ খান
কালকে কি হবে তা ভাবছো কি তুমি, মনোযোগসহ একটিবার?
দাদা গেলো, দাদী গেলো; গেলো মাতা-পিতা, ভগ্নি-ভ্রাতা
তোমার আমার উচাটন দেহখান কুচকে হলো কি আজ তার?
কিসের বড়াই করছো তুমি, কোন ক্ষমতায় এতো বাহাদুরি
আজকে যে তোমার হাঁটতে গেলে লাগে ঐচ্ছিক ঐ লাঠিখানি…
তারচে ভালো, ফিরে এসো থাকতে সময় ভব তরে
একদিন মাটির দেহ মাটি হবে, নেই জানা সেই সময়টারে….
"… তারচে ভালো, ফিরে এসো থাকতে সময় ভব তরে
একদিন মাটির দেহ মাটি হবে, নেই জানা সেই সময়টারে।"
___ এটাই সঠিক সিদ্ধান্ত। শব্দ কবিতায় দারুণ প্রকাশ প্রিয় কবি রুদ্র আমিন।