বুনন

মেঘ ছিলো, ছিলো কিছু রোদ্দুর
আকাশে আকাশে, কিছু সুখের সাথে
ছিলো কিছু এলোমেলো দুঃখ একাকার
মিলেমিশে।

পরিপাটি চোখের কাজলে
গোপন বিষাদ ঢেকে
ফুলশয্যায় ডুব দিলো
যে মায়াবতী মেয়ে,
সে এখন গোধূলি উঠোনে
রূপকথা কুড়োয় হাওয়ায়
হাওয়ায় একঢা্ল এলোচুল মেলে।

দীঘির শান্ত জলে রোদ মরে এলে
কুহকিনী পিছু ডাকে কাঁচপোকা টিপ,
ডুরে শাড়ীর জমিনে থৈ থৈ অন্ধকারে
ভাসে তার জলজ প্রেম। শাপলা বিকেলে
দুরন্ত যুবা এক ছায়াঘন মেঘ এঁকে
পানকৌড়ি হৃদয়ে বলেছিলো,
“পাশে থেকো।”

দূরে থাকা কি শুধুই দূর
দুঃখনীল ক্যানভাসে ?
ভুলে থাকা মানে ভুলে যাওয়া
নির্জন অবকাশে ?
নাকি নিরন্তর বুনে চলা
নীলাভ এক রেশমী প্রহর
অভিমানের বিনি সুতোয় ?

10 thoughts on “বুনন

  1. পরিপাটি চোখের কাজলে গোপন বিষাদ ঢেকে
    ফুলশয্যায় ডুব দিলো এক মায়াবতী মেয়ে। সম্পন মধুর কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শাপলা বিকেলে
    দুরন্ত যুবা এক ছায়াঘন মেঘ এঁকে
    পানকৌড়ি হৃদয়ে বলেছিলো, “পাশে থেকো।” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।