নিষ্ঠুর বকরাক্ষস

চেনা ছেলে মেয়ে পেলেই
টোপা কুলের মত আমার হাত থেকে কেড়ে নিয়ে
নিজের পকেটে পুরে রাখে।
তাদের এতটুকু আমার কাছে পাঠায় না।

অথচ ওরা সব আমারি লোক
লোভ দেখিয়ে কেড়ে নিয়েছে।

সমস্তটা দিন রাত ধরে ভেস বদলে বদলে
এক একটা লোক পকেট থেকে বার করে
তার মুখোশ নিয়ে এখানে বসে বসে মজা দেখে
আর আমাদের নাচানাচি দেখে হেসে কুটিপাটি খায়।

8 thoughts on “নিষ্ঠুর বকরাক্ষস

  1. অথচ ওরা সব আমাদেরি লোক … লোভ দেখিয়ে কেড়ে নিয়েছে সব। কষ্ট কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সহজ কবিতার সৌন্দর্য্যই আলাদা কবি বোন। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।