মা লক্ষ্মীর মর্ত্যে আগমন (পৌরাণিক নাটক)তৃতীয় অংক তৃতীয় দৃশ্য

মা লক্ষ্মীর মর্ত্যে আগমন
(পৌরাণিক নাটক)

রচনা- লক্ষ্মণ ভাণ্ডারী

তৃতীয় অংক তৃতীয় দৃশ্য

[বনপথ]

[কুঠার হস্তে রতন কাঠুরিয়া ও তার স্ত্রী মুক্তার প্রবেশ]

রতন: হলো না মুক্তা হলো না, কাঠ সংগ্রহ করা হলো না। আজও বোধ হয় আমাদের উপবাসী থাকতে হবে।

মুক্তা: কিছু একটা করো স্বামী, কাঠ না পেলে কি নিয়ে বাজার যাব? বাজারের সবাই আমাকে আঙুল দেখিয়ে বলবে কাঠ কই, কি জবাব দেব আমি।

রতন: [বনের একপ্রান্তে চেয়ে থাকে] আরে! উত্তরের ওই শালগাছটার ওপরে একটা বিরাট শুকনো ডাল। বোধ হয় উপায় একটা হয়েছে।

[কুঠার হস্তে অগ্রসর, পিছনে স্ত্রী মুক্তা প্রস্থানোদ্যত হতেই
কমলার প্রবেশ। কাঁখে রত্নখচিত সুদৃশ্য কলস। ]

কমলা: দাঁড়াও! তার আগে কথা দাও তোমরা আমার পূজা করবে।

রতন ও মুক্তা: কে মা তুমি? এই গভীর বনে
একাকিনী বিচরিছ হেথা।
কহ কেবা তুমি?

কমলা: বিষ্ণুজায়া আমি। বৈকুণ্ঠে বসতি।
পূজা হেতু আসিয়াছি মর্ত্যধামে।
কর পূজা, দুঃখ হবে নিরসন।
বিষ্ণুর বনিতা আমি। কহিলাম সার।
মর্ত্যলোকে হউক মোর পূজার প্রচার।

রতন: অব্রাহ্মণ আমি। তব পূজার বিধি নাহি জানি।

মুক্তা: কেমনে করিব পূজা বলি দাও মোরে।

কমলা: শুনহ জীবের জীবন বচন আমার।
পূজিলে ভক্তিভরে মোরে
দুঃখ যাবে দূরে। প্রতি বৃহস্পতিবারে
সাজাইবে্ মঙ্গল ঘট আমার।
ধান্য দূর্বা দিয়ে। গঙ্গাজলে ভরিবে ঘট।
তাহে আম্রশাখা। সশীষ ডাব রাখি
সম্মুখে বরণডালা ফুল মালা আর।
ধূপদীপ জ্বালি ভক্তিভরে পূজিবে আমারে।

উভয়ে: প্রণমি চরণে মাতঃ।
[সাষ্টাঙ্গে প্রণাম]

[সহসা কমলা লক্ষ্মী অদৃশ্যা হন]

মঞ্চের আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে রতন ও মুক্তা
কাঠ আহরণ করে এবং গৃহাভিমুখে গমন করে।

দৈববাণী: রতন ও মুক্তা, তোমরা নিজ ঘরে যাও।
আমার পূজা কর। বাঞ্ছিত ফল পাবে।

[নেপথ্যে পাঁচালির সুরে গীত ধ্বনিত হয়। ]

সেদিন কাষ্ঠ রতন পাইল প্রচুর।
বাজারে বিক্রয় করি দুঃখ হল দুর।
প্রতি বৃহস্পতিবারে করে লক্ষ্মীপূজা,
সদয়া হলেন মাতা লক্ষ্মী চতুর্ভূজা।

[দৃশ্যান্তর]

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

12 thoughts on “মা লক্ষ্মীর মর্ত্যে আগমন (পৌরাণিক নাটক)তৃতীয় অংক তৃতীয় দৃশ্য

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল শেষ অংক ও শেষ দৃশ্য প্রকাশিত হবে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল শেষ অংক ও শেষ দৃশ্য প্রকাশিত হবে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

  1. মা লক্ষ্মীর মর্ত্যে আগমন। দারুণ হয়েছে এই পর্বটিও কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল শেষ অংক ও শেষ দৃশ্য প্রকাশিত হবে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল শেষ অংক ও শেষ দৃশ্য প্রকাশিত হবে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল চতুর্থ অংক ও চতুর্থ দৃশ্য প্রকাশিত হয়েছে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

    1.  সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা রইল।
       আগামীকাল চতুর্থ অংক ও চতুর্থ দৃশ্য প্রকাশিত হয়েছে।
      সকলের সু-চিন্তিত পরামর্শ গ্রহণযোগ্য হবে।
      সাথে থাকবেন- প্রত্যাশা করি।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।