স্বপ্নটা সত্যি ছিলো?

স্বপ্নে সেদিন ভোরবেলা
মা এলেন অনেক
দিনের পরে।
আগের মতোই টলটলে
মুখে মায়াবী সরল
চাহনি, আগলে আছে
অস্তিত্ব আমার।

বাবা যেন আশেপাশেই
আছেন, টের পেলাম তার
থাকাটা। আমি ছিলাম
ব্যস্তসমস্ত অকাজের
কোনো কাজে।

আমায় ডেকে ডেকে
ক্লান্ত হয়ে অবশেষে
মা চলে গেলেন।
কোথায় গেলেন?
অবাক হয়ে দেখলাম,
দূরত্বের বেড়াজাল পার
হয়েও তাকে দেখতে পাচ্ছি
অবিকল আমি।

অভিমানে ডুকরে বলি,
“আমাকে না নিয়ে
চলে গেলা মা তুমি?”
মৃদু হাসলেন জননী আমার।
তখুনি জেগে উঠে দেখি,
মন খারাপের রঙ নিয়ে
মেঘলা সকাল পড়ে
আছে আমারই পদপ্রান্তে।
________________

( দুদিন আগের স্বপ্নে এমনি করেই মা ছুঁয়ে গেলেন আমায়।)

7 thoughts on “স্বপ্নটা সত্যি ছিলো?

  1. বাবা যেন আশেপাশেই আছেন। আমায় ডেকে ডেকে ক্লান্ত হয়ে অবশেষে মা চলে গেলেন। জীবনে আমাদের যাদের যাদের প্রযোজন সবচে' বেশী, তারাই নাই হয়ে যায়। :(

  2. এমন স্বপ্ন আমিও মাঝে মাঝে দেখি আপু। ভীষণ মিস করি আমার হারানো সময়।

  3. তখুনি জেগে উঠে দেখি,
    মন খারাপের রঙ নিয়ে
    মেঘলা সকাল পড়ে
    আছে আমারই পদপ্রান্তে।

     

    * কবির জন্য শুভ কামনা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।