– কথা হয়ে গেছে? তাহলে যাই।
– কথা সব শেষ হয়! এমনকি শেষ কথার পরেও কিছু কথা থেকে যায়।
– কথা যত ছিল সেই অপার্থিব সন্ধ্যেয় একে একে ভাসিয়েছি জলে; তখন কথায় সৌরশক্তি, তখন কথায় জীবনমুখী গান।
– এমনকি রেগিস্তানের তাপ বিকিরণ করা বালির আলেঢালেও কথার তরঙ্গ উছলে ওঠে অনিবার; কথা শেষ হলে মাথার ওপরে শকুনির ঝাঁক, দূরে শ্বাপদের ফসফরাস চোখ।
– কতদিন হলো বিবাহবাসর শতরঞ্জি পেতে চোখচুরি খেলেনি! কতদিন! এখন সুগন্ধির আড়ালে রাসায়নিক গন্ধের নকল নির্যাস।
– ভালোলাগা আঙুলের টুকিটাকি কথা, তেল চকচকে নাকের আগায় স্ফূরিত কথা, গোলাপগন্ধী ঠোঁটের না বলা কথাসব কোন আশ্রয়ে গেল? শরনার্থী কথারা এখন কি সুখে আছে খুব?
– সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং।
18 thoughts on “জেব্রা ক্রসিং”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার লাগলো
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
শেষ কথার পরও কথা কিন্তু থেকেই যায়! আপনার কবিতাখানা লিখেছেনও কোমল মনের মুগ্ধতায়।
দারুণ মন্তব্য কবি নিতাই বাবু।
সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং। অসাধারণ কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
অনন্য সাধারণ তোমার কল্পনাশক্তি কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন।
ভালোবাসা প্রিয় ভালাবাসাজন প্রিয় ভাইয়া।
আজকের লিখাটি বিশেষ ভালো হয়েছে কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং।
* মন ছুঁয়ে গেল, প্রিয় কবি দা….
ভালোবাসা কবি দিলওয়ার ভাই।
সুন্দর কবিতা দাদা।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
"ভালোলাগা আঙুলের টুকিটাকি কথা, তেল চকচকে নাকের আগায় স্ফূরিত কথা, গোলাপগন্ধী ঠোঁটের না বলা কথাসব কোন আশ্রয়ে গেল? শরনার্থী কথারা এখন কি সুখে আছে খুব?"
দারুণ উপমা রাজি ।চমৎকার বুনন ।
ভালোবাসা কবি বোন।
ভালোবাসা প্রিয় ভালাবাসাজন।