শুকতারা

ফুলের মেলায় রঙের খেলায়
হারায় যদি মন, ভ্রমর যদি
চাঁপার বনে ছড়ায় গুঞ্জরণ।
সবুজ পাতার মুখর হাসি
যদি হাওয়ায় কাঁপন তোলে,
যদি জুঁই, চামেলী, মল্লিকাদল
মন্দ মধুর দোলে।

উদাস সুরে রাতপাখি গায়
ঘুমভাঙ্গানি গান,
মেঘের বুকে লুটিয়ে পড়ে
চাঁদের অভিমান।
দু’চোখ যদি জলে ভরে
কান্নামদির রাতে,
বুঝে নিও ভাবছি তোমায়
সেই শুকতারা প্রভাতে।।

7 thoughts on “শুকতারা

  1. মেঘের বুকে লুটিয়ে পড়ে চাঁদের অভিমান। শব্দ ছন্দের জাদু ভালো লাগলো কবি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।