এক শীতল চোখে দেখি-স্রষ্টার জমাটবাঁধা স্বর্গের হামাগুড়ি
তারপর কারা যেন ডুবে গেল, নির্বাসিত সুখের আপ্ত বাসনায়-
মোমে আগুন ধরিয়ে পথ খোঁজা বাহানার আড়ালে
কিছু নরকের কৃষ্ণগহবর, কিছু উদাস স্বর্গ-ঝিনুকের চামুচে ওঠানো;
কেবল শাড়ি সাইজের স্বাস্থ্যবান ঘাস, উদলা ঘরের বিধিডগা-
বহুনক্ষত্র আকাশ, মেঘবোঝাই-বৃষ্টির আলিঙ্গন, এভাবে-
কেবলা আমার হৃদয়; ওরা সাঁতার শিখতে সমুদ্রে গেল-
ভালো লাগলো ।শুভকামনা নিরন্তর ।
কঠিন একটি কবিতা টিপু সুলতান ভাই।
শুভেচ্ছা কবি ভাই।
শীতল চোখে দেখি-স্রষ্টার জমাটবাঁধা স্বর্গের হামাগুড়ি ……………..
আরও সহজ কবিতা চাই কবি টিপু ভাই। ভালোবাসা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
* এককথায় অসাধারণ…