পাখি দুপুরে আমি
ঘুমাই নিরলস,
স্বপ্নার্ত, বেদনাহীন।
কিছু মেঘ এসে বাসা বোনে
আমার বারান্দার কার্ণিশে,
তারা অশ্রু ঝরায় চুপচাপ,
টুপটাপ। আড়মোড়া ভাঙে
আকাশ নীল রঙ ঝরিয়ে।
পাখি একা ফিরে যায় অরণ্যে,
আমার মনটাকে চঞ্চুতে গেঁথে
নিয়ে। ফুল ঝরে যায় তার
পাখনার ঝাপটায়।
দূর পাহাড়ে নীড় বেঁধে
আমার মনটাকে পোষে
সে পাখি পালকের ওমে।
আমি বসে থাকি আনমনা
তার আসার আশায় পথ চেয়ে।
পাখি একা ফিরে যায় অরণ্যে,
আমার মনটাকে চঞ্চুতে গেঁথে
নিয়ে। ফুল ঝরে যায় তার
পাখনার ঝাপটায়।
উপলব্ধির দারুণ প্রকাশ আপা। শুভ সকাল।
তারা অশ্রু ঝরায় চুপচাপ,
টুপটাপ। আড়মোড়া ভাঙে
আকাশ নীল রঙ ঝরিয়ে।
* অনেক সুন্দর প্রকাশ….
চমৎকার হয়েছে কবিতাটি। অভিনন্দন আপু।
অপেক্ষায় অনেক সময় আনন্দের আপা।
অনেক অনেক শুভেছ্ছঅ প্রিয় কবি দিদি ভাই।
ভালোবাসা প্রিয় কবি বোন।