স্বপ্নের মুঠো মুঠো ফুল

জীবন আমাকে ছেড়ে গেছে
এক প্রত্যুষে, তবু টুকরো টুকরো
জীবন খুঁজে পাই নিত্যদিন।
বেদেনীর ঝুড়িতে লুকানো লাল-নীল
ডোরাকাটা সাপের মতোন
হঠাৎ উঁকি দেয় দুঃখ-সুখের
রেশমী কিংখাব।

না দেখা স্বপ্নগুলো বাতাসে
ফিসফাস কথা কয়, আমি আলতো
মুঠোয় ধরতে গেলে রোদের ফুল হয়ে
তারা চুঁইয়ে পড়ে মাটির কোলে।
বিকেলের স্নিগ্ধ আসমানে তারা
টালমাটাল ঘুড়ি হয়ে ওড়ে অন্য
কারো আকাশে। রাত্রি গভীর হলে
আমাকে ছোটায় নীহারিকা থেকে
নীহারিকা পুঞ্জে।

গলে পড়ে যায়, ভেঙে চুরচুর,
পুড়ে হয় ছারখার, ভিজে
জেরবার। তবু বেয়াড়া স্বপ্নগুলো
আরো জোরেশোরে এঁটে বসে,
আমার সজল আঁখিপল্লবে
যখন তখন।

2 thoughts on “স্বপ্নের মুঠো মুঠো ফুল

  1. বিকেলের স্নিগ্ধ আসমানে তারা … টালমাটাল ঘুড়ি হয়ে ওড়ে অন্য কারো আকাশে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।