বনলতা তুমি

বনলতা তুমি আর
থেকো নাকো আঁধারে,
একলা লাগা ঘোর আঁধারে।
কবেকার কোন্ কবি এক
এসে দু’দণ্ড শান্তি খুঁজে
নেবে বলে, তুমি থেকো না
তাকিয়ে অমন নির্নিমেষ
পথের দিকে আর তাকিয়ে।

সে কবি খুঁজেছে সুচেতনাকে,
সুরঞ্জনা, আকাশলীনা নারীকে।
তুমি কেন বসে রবে এক ঠাঁই
পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের নিভৃত নিরালা কোড়কে?

ছিড়ে ফেলে কাব্য কমলিকার
সুবাসিত হার, আজ তুমি আড়াল
ছেড়ে এসো আলোকিত পথে।
পৃথিবীর পিপাসিত প্রাণের দু’দণ্ড
তৃষ্ণা মেটে আজো তোমারই হাতে।

থেকো নাকো বৃত্তবন্দী তুমি ধুসরিত বিদিশায়
অমন তমসা আঁধারে ঢাকা কবির মানসপটে।
এক আকাশ আলোকের নীচে তুমি খুঁজে নিও
বিজয়িনী বেশ যেথা আঁকা হয় তোমারই ললাটে।

4 thoughts on “বনলতা তুমি

  1. থেকো নাকো বৃত্তবন্দী তুমি ধুসরিত বিদিশায়
    অমন তমসা আঁধারে ঢাকা কবির মানসপটে।
    এক আকাশ আলোকের নীচে তুমি খুঁজে নিও
    বিজয়িনী বেশ যেথা আঁকা হয় তোমারই ললাটে। 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।