জনসংখ্যা বাড়ছে প্রতিদিন
মানুষ কোথায়?
বাড়ছে মানুষের মাঝে পশুবৃত্তি
মনুষ্যত্ব হারায়;
জনসংখ্যা বৃদ্ধিতে কি মানুষ বাড়ে?
তবে তো পশু পাখিও বাড়ছে কাতারে কাতারে;
পশুর পেট থেকে বের হলে তাকে পশু বলে
পাখির পেট থেকে বের হলে তাকে পাখি বলে
মাছের পেট থেকে বের হলে তাকে মাছ বলে
অথচ মানুষ পেট থেকে বের হয়েও কেন শুনতে হয়
মানুষ হ:
কে কবে শুনেছ?
পশু তার সন্তানকে বলেছে, পশু হ!
পাখি তার সন্তানকে বলেছে, পাখি হ!
মাছ তার সন্তানকে বলেছে, মাছ হ!
তবে মানুষের সন্তান’কে কেন শুনতে হয়?
মানুষ হ;
তবে কি মানুষের খোলসে আমরা মানুষ নই?
আচ্ছা! মানুষ হয় কিভাবে?
বাল্যকাল থেকে বাবা মায়ের মুখে শুনে এসেছি
খোকা, তুই মানুষ হ,
শিক্ষকদের কাছ থেকে শুনে এসেছি
বাবা’রা, তোরা মানুষ হ;
অথচ জীবনে কে কবে এই গালিটা শোনে নি?
‘অমানুষ’!
জীবনে কত বার’ই না শুনেছি!
মানুষ হবি কবে?
হায়! আমার আজো মানুষ হওয়া হলো না ভবে;
আচ্ছা! মানুষ বলে কারে?
অমানুষ কি মানুষ নয়?
তবে আমি কে?
কিংবা আমি কি?
উত্তর খুঁজছি…………………
এই প্রশ্নের উত্তর সম্ভবত অতোটা সহজ নয়। প্রশ্ন থেকে যাবে প্রশ্নের ঘরে।
কবিতায় শুভেচ্ছা জানবেন কবি যাযাবর জীবন। ধন্যবাদ।
নিজের মানুষটা নিজেরি থাক কবি দা
মানুষখোঁজা বড় বুকামি
বাস্তবতা তুলে ধরলেন
আপনার কবিতার মতো সময় সময় নিজেকে এরকমই প্রশ্ন করি, মানুষ কাকে বলে? আর সত্যিকারের মানুষই বা দেখতে কেমন? উত্তর পাই, দেখে নাও! বুঝে নাও! দেখেশুনে জীবন চালাও!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।