ছল

মনে রাখো নাই যদি,
তাহলে ও চোখ কেন
আমারই কথা বলে?
মেঘের আড়ালে চাঁদ
ঢেকে গেলে জোছনা
দেখার ছলে?

“মনে নাই আর” বলে
কাহারে বোঝাও? নিজেকেই
নাকি আমারে? আমি কেন তবে
আমাকেই পাই তোমার যাপিত
প্রহরে?

খুব করে হাসি, খুব করে
কাঁদি, এ প্রহসন দেখে তোমার।
আসলে চোখে চোখে জেনে
গেছি আমি, যে কথা ছিলো
জানিবার!

2 thoughts on “ছল

  1. চমৎকার বোধনের রোম্যান্টিক কবিতায় অফুরান ভালো লাগা কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।