মাটির তাওয়ায় রূটি ফাঁপা গন্ধ
প্রেয়সীর নরম দু হাত যৌবন বুনছে
কোনো একদিন মনে করে দেবে
লাল পাঞ্জাবীর মতো,গোলাপ রং-
প্রণয়ের এপিটাফ
পৌষের ঊরুতলে ওম ছড়ানো বৃত্তান্ত
দিগন্ত শরীর ও গোপন ভালবাসার উচ্চারণ-
এই তো চাওয়া, অস্থির জানালায়
গাছপাতায় পাখি নড়লে-বুঝব-
ফজর হয়েছে, উতলে উঠছে আযানু ঘ্রাণ।
নিটোল কিছু শব্দ গাঁথা। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
নিখুঁত হাতের পরশ।