এক মহামারীর মড়ক পেরুনো
সকালে ঈদ এলো
আমাদের উঠোনে।
এক ঝাঁক স্বজন হারানোর ব্যথা মাটি চাপা দিয়ে মন
তুই চল ঈদগাহ ময়দানে।
আজকের ঝলোমল আলো
আঁধারের ইশারা বয়ে আনে। কর্মহীন শ্রমিকের ঘরে না ফোটা দু’মুঠো অন্নে, কৃষকের ঘাম ঝরানো
না বিকোনো পণ্যে,
বুকভরে শেষ নিঃশ্বাসটুকু
নেবার কাতরতায় দুর্মূল্য হাহাকারের অক্সিজেনে,
তালগোলে মিশে থাকা
কোর্মা-পোলাও আঘ্রাণে, আমরা ক্রেতা আজ হতাশার বিপনি বিতানে।
এই আছি শ্যামল মাটির মায়ার টানে, এই নেই যেন
আর পৃথিবীর কোথাও কোনোখানে, বিরামহীন পেন্ডুলামের মতোন দুলছি
সবাই, জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে।
বিরামহীন পেন্ডুলামের মতোন দুলছি সবাই
… জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে। ___ অনেক অনেক ভালো থাকা চাই প্রিয় কবি।
চমৎকার লিখেছেন