চুক্তিনামা// রুকসানা হক

মৃত্যু তোমার কাছে সহজ স্বীকারোক্তি আমার,
একটি নির্দিষ্ট সময় বেঁধে পৃথিবীতে এসেছি আমি,
এটুকু সময় অন্তত আমাকে নির্বিঘ্নে বাঁচতে দাও,
ঈশ্বরের পাখির মতো আমার নির্ভেজাল নীড় খুঁজতে দাও।

আমার বেঁচে থাকা মুহূর্ত গুলোকে অন্তত ছিন্নভিন্ন করো না,
পিতৃপুরুষের সম্ভ্রান্ত অতীত থেকে —-
দু’ফোটা স্বপ্ন এনে আমার রক্তশূন্য চোখে ঢালতে চাই।
নিজ ভূমে যাযাবর হয়ে থাকা মানুষের সমস্ত বিশ্বাসে
গেঁথে দিতে চাই জীবনের অপার সৌন্দর্যটুকু।

মৃত্যু, এ সময়টুকু অন্তত আমার করে দাও,
প্রেতাত্মার দখলে থাকা অস্ত্রগুলো জারুলের মতো ফুটিয়ে দাও এই মানচিত্রে,
যেখানে আমার নিজ ভূমি শুয়ে আছে চৌদ্দ পুরুষ ধরে।
আমাদের কর্তিত শিরাউপশিরা আর রক্তাক্ত চর্মকাগজ
এখনি নিলাম করো সভ্যতার দামে।

আমার বেঁচে থাকা সময়ে
নেকড়ের কাছে প্রিয় পাহাড় ধর্ষিত হোক আমি চাই না,
চাই না কোনভাবে দুর্বোধ্য হোক আমার শৈশবের জোছনা,
বিশ্বাসঘাতক নেতাদের হাতে লাঞ্চিত হোক বাম বুক।
আমার সীমিত জীবিতকালে অধিকারহীনেরা যেন আতঙ্কিত না থাকে।

মৃত্যু অন্তত এই নিশ্চয়তাটুকু আমাকে দাও তুমি;
তারপর অনুগত ভৃত্যের মতো কোন এক শ্রাবণের শেষ বৃষ্টিতে
আমার ক্রন্দনরত চারণভূমি ছেড়ে অনায়াসে চলে যাবো ,
যে নির্দিষ্ট সময় বেঁধে পৃথিবীতে এসেছি
তার বেশি একটি মুহূর্ত ও থাকবো না আমি।

#অনুগত ভৃত্য

8 thoughts on “চুক্তিনামা// রুকসানা হক

  1. চাই না কোনভাবে দুর্বোধ্য হোক আমার শৈশবের জোছনা,
    বিশ্বাসঘাতক নেতাদের হাতে লাঞ্চিত হোক বাম বুক।
    আমার সীমিত জীবিতকালে অধিকারহীনেরা যেন আতঙ্কিত না থাকে।

    এমনটাই তো প্রত্যাশা করি দিদি ভাই। প্রণাম।

    1. প্রত্যাশা আর প্রাপ্তিতে রয়েছে বিস্তর ফারাক —- তবুও নিরাশ হই না । ভালো থেকো দি'ভাই। 

  2.  

    মৃত্যুর সাথে দারুণ চুক্তিনামা- 
    বেঁচে থাকাটাই যেন চুক্তি বহির্ভূত অঙ্গিকার।

    কবিতায় ভালো লাগা রইলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।