সবাই সব কথা বলে না
আমিও সবাইকে সব কথা বলতে পারি না
সবার সব কথা আমি বুঝতে পারি না
আমিও সবাইকে সব কথা বোঝাতে পারি না।
সবাই অনেকটা আমার মত কথা বলে
আমিও অনেকটা সবার মত কথা বলি।
তবু সবাই সবার কাছে
অচেনা আলাদা আলাদা এক একটা মানুষ।
পরিচিতি যেন প্রেমে অপ্রেমে
হাত না বদলায়
মানুষের কাছে মাথা যেন হেঁট হয়ে না যায়।
আমরা সবাই সবার কাছে অপরিচিতই থেকে যাই কবি। প্রণাম।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
পরিচ্ছন্ন কবিতার জন্য অভিনন্দন প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ
ভাল থাকবেন
আমরা পরষ্পরকে কতটুকুই বা জানি। চমৎকার অনুভবের শিল্পিত প্রকাশ।
ঠিক কথা
ভাল থাকবেন
দারুণ হয়েছে বেরা দা।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন