জীবন্ত মায়ের শেষকৃত্য

এটা কোন কবিতা নয়
এটা লাশের কফিনে জমে থাকা বিষাক্ত আর্তনাদ ,
মৃত্যুতে চুবানো নক্ষত্রের না জন্মানো দুধশ্বাস।
এটা কোন কবিতা নয়,
খুন হয়ে যাওয়া বেওয়ারিশ রাতের ক্লান্ত স্থাপত্য এটা,
জঠর ছিঁড়ে বিকৃত করা
এক রক্তাক্ত মায়ের জীবন্ত শেষকৃত্যের ছবি।

এগুলো কখনো কবিতা হয়না,
চালচুলোহীন এক কবির কাতর আর্তচিৎকার হয়,
হয় অভিমানী চিত্রকরের নষ্ট আঙুলের গলগল রক্তস্রোত।

কবিতার ভ্রমে কেউ যেন একে মৃত নক্ষত্রের তৃষ্ণা ভাবে না কখনো,
কেউ কি জানেনা
নিকষ কালো অন্ধকারে
চিতাগ্নিতে ভস্ম মায়ের চোখজলে তৃষ্ণা পুড়ে ছাই হয়ে গেছে,
পুড়ে গেছে এ মাটির উদ্ভ্রান্ত পঙক্তির কালসিটে ছায়াগুলো !

প্রভু, এতো বীভৎস গদ্যময় চিৎকারে
তুমি কেনো নামছো না আকাশের মোহঘোর থেকে?
একবার দেখে যাও
নক্ষত্রের দুধশ্বাস কি করে রুদ্ধ করেছে পিশাচের নখর,
প্রভু, একবার ফেটে পড়ো অগ্ম্যুৎপাতের মতো,
ভস্ম করে দাও সমস্ত শ্যাওলার ঘৃণ্য চিবুক।
এভাবে জীবন্ত মায়ের শেষকৃত্য নির্বিকার বসে দেখোনা আর।

রক্তপিপাসু ময়ালের জিভে একবার নরক স্পর্শ করাও প্রভু,
অন্তত একটু স্বস্তিতে
ছিঁড়ে যাওয়া নক্ষত্র বিষন্ন আকাশটা জাগিয়ে রাখুক,
জাগিয়ে রাখুক আরোগ্যবিহীন বিপন্ন এ চাঁদটাও।

ছায়াপথের রক্তাক্ত স্খলনে আজ ছত্রভঙ্গ সকল প্রত্যয়,
ক্ষয়িষ্ণু বিবেক রাতের জঠরে পুড়ে ছাই,
প্রভু তুমি আর চুপ থেকো না,
বজ্রের অঙ্গারে গুড়িয়ে দাও পৃথিবীর বিধ্বস্ত কঙ্কাল
আর কবিতারা পালিয়ে বাঁচুক সম্ভ্রমহীন এ গ্রহের নির্লজ্জতা থেকে,
আজ থেকে কবিতা লিখা বন্ধ হোক,
কাতারে কাতার কীটেরা চেপে ধরেছে কবিতার শব্দশ্বাস,
এটা কোন কবিতা নয় প্রভু,
;
;
;
;
এটা কোন কবিতা নয়…..।

21 thoughts on “জীবন্ত মায়ের শেষকৃত্য

  1. ছায়াপথের রক্তাক্ত স্খলনে আজ ছত্রভঙ্গ সকল প্রত্যয়,
    ক্ষয়িষ্ণু বিবেক রাতের জঠরে পুড়ে ছাই,
    প্রভু তুমি আর চুপ থেকো না,
    বজ্রের অঙ্গারে গুড়িয়ে দাও পৃথিবীর বিধ্বস্ত কঙ্কাল
    আর কবিতারা পালিয়ে বাঁচুক সম্ভ্রমহীন এ গ্রহের নির্লজ্জতা থেকে,
    আজ থেকে কবিতা লিখা বন্ধ হোক, 

    বাহ ! চমৎকার

    1. অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সবসময় এবং কবিতার পাশে থাকুন । 

  2. জাগিয়ে রাখুক আরোগ্যবিহীন বিপন্ন এ চাঁদটাও। হৃদয়স্পর্শী কবিতা আপা। 

  3. কাতারে কাতার কীটেরা চেপে ধরেছে কবিতার শব্দশ্বাস। বিষণ্ন ঘরানার কবিতা। :(

    1. বিষন্নতাই এখন জীবনের উপাচার । ভালো থাকুন আপনি।     

  4. ছিঁড়ে যাওয়া নক্ষত্র বিষন্ন আকাশটা জাগিয়ে রাখুক,
    জাগিয়ে রাখুক আরোগ্যবিহীন বিপন্ন এ চাঁদটাও। 

    অসাধারণ লিখেছেন আপা। 

    1. অনেক অনেক ধন্যবাদ আপু । মন্তব্যেে উৎসাহিত হলাম ।         

  5. সিরিয়াস কবিতা কবি বোন রুকশানা হক। ভালো ছিলেন তো? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ দাদা ।খুব একটা ভালো ছিলাম না ।        

      1. আমার বুয়েটে পড়া ছোট মেয়ে তিনদিন আইসিইউতে যমে মানুষেে টানাটানি করে বেঁচে উঠেছে ।            

  6. রক্তপিপাসু ময়ালের জিভে একবার নরক স্পর্শ করাও প্রভু,
    অন্তত একটু স্বস্তিতে
    ছিঁড়ে যাওয়া নক্ষত্র বিষন্ন আকাশটা জাগিয়ে রাখুক,
    জাগিয়ে রাখুক আরোগ্যবিহীন বিপন্ন এ চাঁদটাও।

     

    * শুভরাত্রি।

    1. চমৎকার অনুভূতি প্রকাশেে উৎসাহিত হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।          

    1. দেশের এমনই পরিস্থিতি, মন ভালো থাকে কি করে দিভাই । ভালো থেকো ।      

  7. আজ থেকে কবিতা লিখা বন্ধ হোক,
    কাতারে কাতার কীটেরা চেপে ধরেছে কবিতার শব্দশ্বাস,
    এটা কোন কবিতা নয় প্রভু,

    এটাই হোক কবিতা, এমনই হোক কবিতা। শ্রদ্ধেয় কবিকে শ্রদ্ধা শ্রদ্ধা। সাথে অফুরান শুভেচ্ছা।         

    1. চমৎকার মন্তব্যেে উৎসাহিত হলাম দাদা । ভালো থাকুন ।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।