তুমি আমাকে আড়াল করেছিলে
শিল নোড়ায় অন্ধকার বেঁটে বেঁটে
আমি তোমাকে মুছে দিয়েছি অস্তমিত নবমীর চাঁদের মতো।
তুমি তো জানো নক্ষত্রে আগুন লাগলে সমুদ্র বিবস্ত্র হয়
অতীত আড়াল হলে সাদা পৃষ্ঠাগুলো নিরুদ্দিষ্ট হয় জীবন থেকে,
সেখানে আর নিজেকে খুঁজে পাওয়া যায়না।
বিশ্বাসের সুতোয় বাঁধা ছিল আমার নদী,
তোমার মূর্খতার বিস্ময় নদীটির গলা চেপে ধরে
অস্তিত্বের উপহাস গ্রাস করে আমার বৃষ্টিসমগ্র,
আমার ক্রোধ ও ঘৃণায় বাকরুদ্ধ আমি
হয়তো আর কোনদিনই মন থেকে হাসতে পারবো না,
গহনের বাক্যবন্ধগুলি উপচে পড়বে তোমারও চোখ ধারাজলে।
ভাঙনের মাটির তলায় চাপা পড়ে অবিশ্বস্ত সূর্যালোক
বুকের সীমানাজুড়ে অঙ্কুরিত রাত বাড়ে।
এই ত্রস্ত রাতের মুঠোয় আর যাই হোক
হেমন্তের ধানীভোর কোনদিনই খুঁজে পাবেনা তুমি।
কালক্ষয়ে থেমে যাবে তোমার আঁটকুড়ে জীবন
অন্তর্গত যন্ত্রণায় তুমিও আমার মতো হবে ক্লিনিক্যাল ডেড।
তোমার সামান্য ভুলেই ঝরে গেছে
ঝরে গেছে নিভৃতের শিমুল
ক্ষমা নেই, কোন ক্ষমা নেই
ক্ষমা যদি চাও আবার জন্ম নিয়ো
তখন অবিশ্বাসী তোমায় যেন চিনতে না পারি আমি
;
;
;
চিনতে না পারি আমি।
সব ভুলের আর সব অপরাধের ক্ষমা পাওয়া যায় না। সত্যি অসাধারণ একটি কবিতা। শ্রদ্ধেয় কবি দিদিকে শুভেচ্ছা।
শুভ সকাল দাদা । কবিতায় চমৎকার অনুভূতি রাখার জন্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সবসময়।
প্রতিদিন অনেকের অনেক কবিতার সাথে দেখা হয় কথা হয়। তবে আপনার কবিতায় অনন্য সৌন্দর্য্য থাকে যা কিনা একবার পড়লেই বেশ বুঝতে পারা যায়। অভিনন্দন কবি।
আপনার অসাধারণ অনুভূতি এবং তার প্রকাশ আমাকে সবসময়ই উৎসাহিত করে । ভালো থাকুন আপনি। শুভ সকাল ।
মুগ্ধ হলাম আপা। শুভেচ্ছা জানবেন।
আমিও ধন্য হলাম আপু।
ফুলেল শুভেচছা ।
জীবনের নিংড়ানো তেতো সব। একদম পরিচ্ছন্ন কবিতা কবি বোন রুকশানা হক।
দাদা আপনার মন্তব্য মানে আমার লেখার সার্থকতা। ভালো থাকুন সবসময়।
নিরাশার নিজাস তেতো মনে হয় কবি, শিরোনাম যথাযথ।
ধন্যবাদ এবং শুভ সকাল । অনেক শুভকামনা।
ভালো লিখেছেন কবি।
ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছাঅফুরান।
মুগ্ধপাঠ। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
শুভ সকাল দিদিভাই।

অতীত আড়াল হলে সাদা পৃষ্ঠাগুলো নিরুদ্দিষ্ট হয় জীবন থেকে,
সেখানে আর নিজেকে খুঁজে পাওয়া যায়না।
অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন ।
কবিতাটিকে ভালো পেয়েছি আপা।
আমিও ধন্য হয়েছি আপু। শুভ সকাল।
ক্ষমা নেই, কোন ক্ষমা নেই
ক্ষমা যদি চাও আবার জন্ম নিয়ো
তখন অবিশ্বাসী তোমায় যেন চিনতে না পারি আমি
* অসাধারণ, প্রিয় কবি…
চমৎকার অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে ।