অনাদায়ী // রুকসানা হক

দেনার দায়ে রোদ বিকোলাম,
মেঘ বিকোলাম, সমুদ্দুর আর পাহাড়টাও,
ঘরের খুঁটি চরের মাটি, মাথার উপর আকাশটাও,
দেনা তো আর শোধ হয়না শোধ হয়না
জন্মদাগের ভুলটুকু এই কপালটাও আর সয়না ।

রঙে রঙে ভেসে যাওয়া সূর্যোদয় আর সূর্যাস্ত বিকিয়ে দিয়ে
খড়ির আগুন দরদাম হীন কিনতে গেলাম,
কিনতে গেলাম চড়াদামে জলকলসী,
শূণ্য হাড়ির শুকনো তলায় বিপন্ন মেঘ সর্বনাশী
পুড়তে থাকে,
পুড়তে থাকে দেনার দায়ে
দেনা তো আর শোধ হয়না, শোধ হয়না,
বুকের গোপন বিলাপ শুচি বদ্ধ বুকে আর রয়না ।

অনাবৃত মধ্যরাতে শরীর জুড়ে মন্ত্র পোড়াই,
স্বদেশ আঁকি রাত বিকিয়ে,
গোরস্তানের সমান্তরাল নিশির মাঠে আয়ু বেচি
দেনা শোধের আশায় আশায় ঋতুর চোখে বিন্দু বিন্দু শ্রাবণ নামাই
দেনা তো আর শোধ হয়না শোধ হয়না
নিরন্ন ঠোঁট শ্লোগানমুখর কেনো যেনো আর হয়না।

কি করে শোধ হবে বলো
এখন কি আর একশত পাপ ভরা নায়ের জলডুবি হয় ?
জলডুবি হয় পূণ্যশ্লোকের অনুরাগী শুদ্ধ মেঘের, কেউ জানেনা।
জানবে কেনো, পাহাড় নদী সমুদ্দুরটা বেচতে গিয়ে এই আমাকে বিকিয়ে দিলাম,
তবুও দেনা শোধ হলোনা শোধ হলোনা।

18 thoughts on “অনাদায়ী // রুকসানা হক

  1. দেনা তো আর শোধ হয়না শোধ হয়না
    জন্মদাগের ভুলটুকু এই কপালটাও আর সয়না ।

    জন্ম থেকে জীবনটাই দেনার ভারে নুয়ে গেলো। কিছুতেই দেনা শেষ হচ্ছে না। 

    আপনার কবিতার মাঝে নিজের জীবনের মিল খুঁজে পাই। শুভেচ্ছা জানবেন, শ্রদ্ধেয় কবি দিদি।       

    1. এতো সুন্দর করে বললেন দাদা ,মন ভরে গেলো। অনেক অনেক ভালো থাকুন ।শুভেচ্ছা অন্তহীন।         

  2. দেনা শোধের আশায় আশায় ঋতুর চোখে বিন্দু বিন্দু শ্রাবণ নামাই
    দেনা তো আর শোধ হয়না শোধ হয়না
    নিরন্ন ঠোঁট শ্লোগানমুখর কেনো যেনো আর হয়না।

    আপনার প্রত্যেকটি লেখারই ভূয়শী প্রশংসা করি আপু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার এটুকুই চাওয়া । অনেক ভালবাসা আপনার জন্য। নিরন্তর শুভকামনা।     

  3. "পাহাড় নদী সমুদ্দুরটা বেচতে গিয়ে এই আমাকে বিকিয়ে দিলাম,
    তবুও দেনা শোধ হলোনা শোধ হলোনা।" অদ্ভুত সুন্দর হয়েছে আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমার ভীষণ ভালো লাগছে ভাই আপনারা পাশে আছেন তাই। শুভকামনা সবসময় ।     

  4. নিরন্ন ঠোঁটে শ্লোগানমুখর আর হয়না। শোধ হয়না, বুকের গোপন বিলাপ বদ্ধ বুকে রয়না। কবিতার এই হিট অংশ গুলো এক সাথে জড়ো করে আবৃত্তিকারে ঠোঁটে তুলে দিলে দারুণ একটা উপস্থাপনা হবে, বিশ্বাস করি। অভিনন্দন কবি। :) 

    1. স্বাগতম আপনাকে । আপনার মন্তব্য আমাকে বরাবরই উৎসাহিত করে। ভালো থাকুন আপনি।      

  5. পাহাড় নদী সমুদ্দুরটা বেচতে গিয়ে এই আমাকে বিকিয়ে দিলাম,
    তবুও দেনা শোধ হলোনা শোধ হলোনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দেনা তো আর শোধ হবেনা জানি / পরপারে পাড়ি দেবো মনে নিয়ে গ্লানি । শুভেচ্ছা জানবেন ।    

    1. দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন,   কবিতার পাশে থাকুন।  শুভেচ্ছা ।  

  6. অসাধারণ লাগলো কবিতাটি প্রিয় কবি দিদি ভাই। সুন্দর এবং স্বচ্ছল। 

    1. মন্তব্যে উৎসাহিত হলাম দিদিভাই।  ভালো থেকো সবসময় ।      

  7. দেনা তো আর শোধ হয়না শোধ হয়না
    নিরন্ন ঠোঁট শ্লোগানমুখর কেনো যেনো আর হয়না।

     

    * অনেক সুন্দর ও সার্থক কবিতার জন্য ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. চমৎকার অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ ভাই।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।