unnamed

তোমায় সত্যিই অনেক ভালবাসি

তোমায় সত্যিই অনেক ভালবাসি।
মিথ্যে ছন্দে, নাটকীয় ঢঙে হয়তো কখনো
বলতে পারি না একথা। কিন্তু এটাই যে সত্যি।
প্রতিটি ক্ষণে অহর্নিশ তুমি জড়িয়ে থাকো
আমারই ভালবাসার হৃদয় কুটিরে-
বলো, সত্যি করে বলো,
এগুলো কি তুমি বুঝতে পারো না?
হাজারো ছন্দ আজ গোলক ধাঁধায় চাপা পড়ে আছে
কারণ, তোমায় দেখলে তো ছন্দ তাল হারিয়ে যায়
সত্যি! তোমার অনেক রাগ, অনেক অভিমান আছে।
কিন্তু, সে যে আরও আনন্দের।
কারণ, তুমি যখন রাগ কর তখন বেশীই সুন্দর লাগে।
গোলাপী ঠোঁটের কোণে কোমল হাসিটি তখনও
স্থির থাকে।
আবার মাঝে মাঝে বেশী রাগলে
একদমই কথা বলো না।
কি বল, সত্যি বলছি না?
আচ্ছা, তুমি এমন কেনো?
চক্ষুপানে, অন্তরালে দু’পাশেই তোমার বিচরণ
রাতের অন্ধকারে, জোস্নার তারকার মেলায় সদা
তুমি ভেষে থাকো নীরবে। আমি দেখি আর হাসি
বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালভাসি।

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

4 thoughts on “তোমায় সত্যিই অনেক ভালবাসি

  1. দারুণ রোম্যান্টিক শব্দ কথনে কিছু জায়গায় কবি মনের আকুলতা অসম্ভব ফুটে উঠেছে। অভিনন্দন প্রিয় মানুষ মি. সাইদুর রহমান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রদ্ধেয় ‘মুরুব্বী’, প্রতিটি গল্পে আপনার আগমন সর্বদাই নতুন মাত্রা যুক্ত করে দেয়। আমার ক্ষেত্রেও যার ব্যতয় ঘটেনি। আশা করি এগিয়ে যাবো।

  2. কবি'দা কে পাঁচ তারকা। ভাল লেখা। ভাল প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আমার প্রিয় কবি রিয়া রিয়া….. আপনার লেখা পড়েও আমি প্রতিটি মুহুর্তে নিজেকে আবিস্কার করি অগোচরে থাকা ব্যক্তি হিসেবে। যেমনটি আপনি আপনার কবিতায় পরোক্ষ করে রাখেন। আপনাদের সবার শুভেচ্ছাই আশা করি আমাকে লক্ষ্যে নিয়ে যাবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।