জলগল্প


জলগল্প

মাটির বুকে
যে জল আছে,
চোখের গভীরেও
সে জল আছে।

তুই কি নিবি?
এককাপ চা
করে দিবি?
তবে চিনি
দু চামচ…!

6 thoughts on “জলগল্প

  1. ওয়াও !!! এ যে দেখছি বিন্দুতে সিন্ধু। …. অসাধারণ প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কে জানে হবে হয়তো। আপনার উচ্ছসিত প্রসংশা মিথ্যে হবার নয় প্রিয় বন্ধু। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।