জলগল্প এপ্রিল 19, 2018কবিতারিয়া রিয়া জলগল্প মাটির বুকে যে জল আছে, চোখের গভীরেও সে জল আছে। তুই কি নিবি? এককাপ চা করে দিবি? তবে চিনি দু চামচ…!
ওয়াও !!! এ যে দেখছি বিন্দুতে সিন্ধু। …. অসাধারণ প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
কে জানে হবে হয়তো। আপনার উচ্ছসিত প্রসংশা মিথ্যে হবার নয় প্রিয় বন্ধু।
কথা অল্প কিন্তু গভীরতা সমুদ্র সমান, শুভেচ্ছা রইলো সম্মানিত কবি বন্দ্ধু……..
অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি। ধন্যবাদ।
দারুণ জলকাব্য!
বাহ সুন্দর জলগল্প,,,,,,,,,,,,,ধন্যবাদ কবি।