আপনার প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপন শব্দনীড় এ দিন

সম্মানিত লেখক পাঠক বন্ধুগণ! শব্দনীড় একটি মুক্ত প্লাটফর্ম। প্রতিনিয়ত লেখক, প্রকাশক, বহু পাঠকের অবাধ বিচরণ ক্ষেত্র এই শব্দনীড়। অনেক প্রতিভাবান লেখক এই শব্দনীড় থেকেই তাদের লেখালেখির উৎসাহ পেয়েছেন। আসলে শব্দনীড় কোন লাভজনক প্রতিষ্ঠান নয় বরং এটি এমন একটি অলাভজনক কমিউনিটি প্লাটফর্ম যার উদ্দেশ্য হলো সুস্থ সাহিত্যচর্চার মাধ্যমে লেখক পাঠকদের মধ্যিখানে একটা সেতুবন্ধন তৈরি করা। তারই ধারাবাহিকতায় শব্দনীড়ের প্রত্যাশা আপনার প্রকাশনার গল্পকে ত্বরান্বিত করে তিন বাংলা যথাক্রমে এপার, ওপার এবং প্রবাস বাংলা সহ লক্ষ পাঠকের হাতে পৌছে দেয়া।

মুক্ত বাক্ স্বাধীনতার ব্লগিং-প্লাটফর্ম হিসেবে শব্দনীড় ব্লগ একটি অবাধ ক্ষেত্র।

আগামীকাল থেকে শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। প্রতি বছরের ন্যায় এবারো নতুন-পুরোনো লেখকদের অনেক বই বের হবে, বাতাসে ভাসবে নতুন বইয়ের ঘ্রাণ, যদিও ভার্চুয়াল লাইফে বইয়ের ঘ্রাণ পাওয়া অসম্ভব। তবুও সারা মাস জুড়ে শব্দনীড় আপনাকে জানাবে প্রকাশিত বইয়ের যত আপডেট, এছাড়াও আপনার কিংবা আপনার খুব কাছের কারো বই এবারের বইমেলায় প্রকাশ পেলে তার “প্রচ্ছদসমেত বিজ্ঞাপন” শব্দনীড়ে নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে
সহজ শর্ত বা আলোচনা সাপেক্ষে প্রকাশ করতে পারবেন।

আপনার প্রচ্ছদ এবং বইয়ের সারসংক্ষেপ লিখে পাঠিয়ে দিন-

ই-মেইল: [email protected]
মোবাইল যোগাযোগ : 01758 419 024

আপনার প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপন দিন। শব্দনীড় গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে প্রকাশনার একটি সৌজন্য কপি কুরিয়ারে পাঠিয়ে দিন নিচের ঠিকানায় :

আজাদ কাশ্মীর জামান
ফোন : 01743 918 919
অফিস ডেলিভারি
এস এ পরিবহন / সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিঃ
বগুড়া প্রধান শাখা, বগুড়া।

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

16 thoughts on “আপনার প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপন শব্দনীড় এ দিন

  1. ভাল একটি উদ্যোগ, শুভকামনা সে সব লেখকদের যাদের বই এবারের বইমেলায় আলোর মুখ দেখবে। আর আমার জন্য দোয়া চাই যাতে আমারো একটি বই এর বিজ্ঞাপন শব্দনীড়ের শোভা বাড়ায়। একদিন হবে ইনশা-আল্লাহ।

  2. নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
    মুক্ত বাক্ স্বাধীনতার ব্লগিং-প্লাটফর্ম হিসেবে শব্দনীড় ব্লগ হোক অবাধ ক্ষেত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বী, শ্রদ্ধেয় মুরুব্বী। সবার অংশগ্রহনেই শব্দনীড় আজ জনতার ভালবাসার মঞ্চে উড্ডীন। এ জয়মাল্য পাঠক, লেখক, গবেষক সবাইকেই গর্বিত করছে।

  3. শব্দনীড় এর উদারতা অনুকরণীয়। বাংলাদেশের বহু ব্লগ আমি লক্ষ্য করেছি,
    নির্ভিক বিচারে শব্দনীড় শ্রেষ্ঠ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমাদের প্রকাশনার গল্পকে ত্বরান্বিত করে তিন বাংলা যথাক্রমে এপার, ওপার এবং প্রবাস বাংলা সহ লক্ষ পাঠকের হাতে পৌছে দেবে শব্দনীড়। খুব খুশি হলাম এই উদ্যোগটির জন্য। সুসংবাদের জন্য ধন্যবাদ সাইদুর রহমান দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. খুব ভালো উদ্যোগ সেই সাথে অসাধারণ উদারতার দৃষ্টান্ত।

    বাংলাদেশ, কলকাতা এবং বহির্বিশ্বের অসংখ্য বাঙলা ভাষার কবি লেখকগণ শব্দনীড়ে উনাদের মূল্যবান লিখা পোষ্ট করে থাকেন।

    বেশ কিছু খ্যাতিমান কবি-লেখকের লেখাও শব্দনীড়ে দেখেছি। 

    "কবি কৃত্তিবাস সম্মাননা" প্রাপ্ত কবি এবং দেশ পত্রিকায় লিখেন এমন কবি-লেখকের লিখাও শব্দনীড়ে দেখি।

    প্রতিদিন ২০০ এর ওপরে ভিউয়ার প্রত্যক্ষ করেছি।

    এখানে বইয়ের বিজ্ঞাপণ আসলে তা অনেক পাঠক-লেখকের দৃষ্টি গোচর হবে বলে আশাবাদী।

    তবে একটি বিষয়ে শব্দনীড় কতৃপক্ষের কাছ থেকে জানতে পারলে ভালো হতোঃ
    বিজ্ঞাপণ দেখছি ফ্রী দেয়ারও অপশন আছে – এটা কেন? 

    1. শ্রদ্ধেয় ইলহাম- দারুণ প্রশ্ন করেছেন। এবারের বইমেলায় যাদের বই প্রকাশ হয়েছে তাদের বইকে পৃথিবীর সকল দেশের বাংলা ভাষাভাষীদের কাছে পৌছে দেয়ার জন্য শব্দনীড় উপযুক্ত প্লাটফর্ম। যেখানে লক্ষাধিক সাহিত্যপ্রেমীদের বিচরণে ভরপুর থাকে সর্বদা। সামর্থ্যভেদে অর্থের ভিত্তিতে আমরা তাদের প্রকাশনাকে ত্বরান্বিত করতে সহযোগীতা করার প্রয়াসেই এই আয়োজন। তবে যারা অসমর্থতা প্রকাশ করবেন কিন্তু তাদের প্রকাশনাকেও যদি প্রকাশ করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করলে বিষয়টিকেও গুরুত্ব দিবো বলে আশাবাদী করতে চাই।

  6. মুক্ত বাক্ স্বাধীনতার ব্লগিং-প্লাটফর্ম হিসেবে শব্দনীড় ব্লগ একটি অবাধ ক্ষেত্র।

    শব্দনীড় এর জন্য সমব সময়ই শুভকামনা রাখি। এগিয়ে যাক শব্দনীড়।

  7. প্রকাশনার প্রসব যন্ত্রণার না-বলা গল্পকে ত্বরান্বিত করে এপার, ওপার এবং প্রবাস বাংলা'র লক্ষ পাঠকের কাছে পৌছে যাক শব্দনীড়ের এই উদ্যোগ। শুভকামনা রাখি।

  8. লেখক, প্রকাশক, বহু পাঠকের অবাধ বিচরণ ক্ষেত্র আমাদের এই শব্দনীড়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।