বহু দিন বহু পথ গিয়েছে বয়ে
বলিতে চাই ওগো প্রিয়
ভালোবাসি আমি তোমাকে।
রোদের নাগরদোলা
পুস্পপল্লবে ঘেরা
বাগান বিলাস।
উল্লাসে-উৎসবে প্রজাপতির মেলা
বিরামহীন ভালোবাসা বিলিয়ে।
ভালোবাসি আমি তোমাকে।
বহু দিন বহু পথ গিয়েছে বয়ে
বলিতে চাই ওগো প্রিয়
ভালোবাসি আমি তোমাকে।
রোদের নাগরদোলা
পুস্পপল্লবে ঘেরা
বাগান বিলাস।
উল্লাসে-উৎসবে প্রজাপতির মেলা
বিরামহীন ভালোবাসা বিলিয়ে।
ভালোবাসি আমি তোমাকে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এককথায় সংক্ষিপ্তে সুন্দর চিত্রায়ণ মি. শান্ত চৌধুরী। অভিনন্দন।
ধন্যবাদ প্রিয় দাদাভাই
শুভেচছা সতত
ভালোবাসা ধারাবাহিকের সাফল্য কামনা করছি কবি শান্ত ভাই।
ধন্যবাদ কবি
শুভেচ্ছা কবি ভাই। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ কবি
ভালোবাসাময় ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই।
ধন্যবাদ কবি
ভালবাসার সুন্দর কবিতা। শুভেচ্ছা কবি দা।
ধন্যবাদ রিয়াদি
শুভেচ্ছা সতত