জীবনের মানে

উষ্ণ আঁধারের তলে কেঁদেছি ভীষণ,
বুকের ভিতর পুষেছি ব্যথিত নির্জন।
কেউ সে আঁধার দূরে ঢেলে আসেনি কাছে, মুছে দিতে জল,
কেউতো বুকে বুক চেপে ধরে দেয়নি প্রবল কোলাহল।।
.
গন্ধময় স্মৃতি ধরে কত যে কেটে গেছে শূন্য বিকেল,
কত যে সন্ধ্যা নেমেছে প্রত্যাখ্যাত ফুলের পরাজিত গন্ধ শুকে।
সেসব কথা কেবলই গোপন, কেউ দূর থেকেও ছুঁয়ে দেখেনি স্মৃতির পাথর,
কেউ আসেনি গোলাপ হাতে, বয়ে গেছে সময়ের স্রোত শুধুই তীব্র শোকে।।
.
বড্ড দুঃসময় কেটেছে আমার নেশার ঘোরে উন্মাদনায়,
কেবল চলেছি একা পৌষের ঘন কুয়াশার মতো অস্পষ্ট হয়ে আরও দূরে।
তারপর অবশেষে বুঝে গেছি; জীবন মানে কেবলই দুঃখভোগ,
বুঝে গেছি সুখের স্বপ্ন দেখা দুঃখের চেয়ে আরও বেশি দুঃখময়।।
.
১৮/০২/২০২০
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

6 thoughts on “জীবনের মানে

  1. 'অবশেষে বুঝে গেছি; জীবন মানে কেবলই দুঃখভোগ,
    বুঝে গেছি সুখের স্বপ্ন দেখা দুঃখের চেয়ে আরও বেশি দুঃখময়।'
      ___ এটাই সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সহমত প্রকাশের জন্য ধন্যবাদ….. http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবির তুলিতে বেদনার কালিতে আঁকা জীবনের চিরন্তন প্রতিচ্ছবি।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।