উষ্ণ আঁধারের তলে কেঁদেছি ভীষণ,
বুকের ভিতর পুষেছি ব্যথিত নির্জন।
কেউ সে আঁধার দূরে ঢেলে আসেনি কাছে, মুছে দিতে জল,
কেউতো বুকে বুক চেপে ধরে দেয়নি প্রবল কোলাহল।।
.
গন্ধময় স্মৃতি ধরে কত যে কেটে গেছে শূন্য বিকেল,
কত যে সন্ধ্যা নেমেছে প্রত্যাখ্যাত ফুলের পরাজিত গন্ধ শুকে।
সেসব কথা কেবলই গোপন, কেউ দূর থেকেও ছুঁয়ে দেখেনি স্মৃতির পাথর,
কেউ আসেনি গোলাপ হাতে, বয়ে গেছে সময়ের স্রোত শুধুই তীব্র শোকে।।
.
বড্ড দুঃসময় কেটেছে আমার নেশার ঘোরে উন্মাদনায়,
কেবল চলেছি একা পৌষের ঘন কুয়াশার মতো অস্পষ্ট হয়ে আরও দূরে।
তারপর অবশেষে বুঝে গেছি; জীবন মানে কেবলই দুঃখভোগ,
বুঝে গেছি সুখের স্বপ্ন দেখা দুঃখের চেয়ে আরও বেশি দুঃখময়।।
.
১৮/০২/২০২০
#StayAtHome #StaySafe
6 thoughts on “জীবনের মানে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
Excellent
ধন্যবাদ…….
'অবশেষে বুঝে গেছি; জীবন মানে কেবলই দুঃখভোগ,
বুঝে গেছি সুখের স্বপ্ন দেখা দুঃখের চেয়ে আরও বেশি দুঃখময়।' ___ এটাই সত্য।
সহমত প্রকাশের জন্য ধন্যবাদ…..
কবির তুলিতে বেদনার কালিতে আঁকা জীবনের চিরন্তন প্রতিচ্ছবি।
ধন্যবাদ…….