ট্যাগ আর্কাইভঃ শান্ত চৌধুরী ( গান )

কাছাকাছি (গান)

যদি এই পথচলা থেমে যায়
তবে যেনো আমি আছি
তোমারই কাছাকাছি।
অজানা কোন ফুলের
পাপড়ীতে মিশে
তোমারই পাশাপশি।

হয়তো তুমি ব্যস্ত তখন
তোমারই খেয়ালে।
রঙীন স্বপ্ন গুলো এঁকে যাও
মনেরই দেয়ালে।
আমি তোমার স্পর্শে
তোমার ছাঁয়ায়।
তুমি ডুবে যাও আপরূপ
তোমার কায়ায়।

আনমনে কোন এক বিকেলে
উদ্দেশ্যহীন অভিযান।
তোমার স্পর্শে ভুলে যাবো
সব অভিমান।
হয়তো তুমি ব্যস্ত তখন
তোমারই খেয়ালে।
রঙীন স্বপ্ন গুলো এঁকে যাও
মনেরই দেয়ালে।

ইচ্ছে ঘুড়ি (গান)

উড়ে উড়ে যাও ইচ্ছে ঘুড়ি
অবকাশ অবসরে স্বপ্নপূরী।
ঐ নীল আকাশ ঐ দিগন্তে
ভালোবাসার সীমান্তে।

সুরের মুর্ছনায় ভাসিয়ে ভেলা
উড়ো উড়ো সাতরঙের খেলা।
কখনও প্রজাপতি হয়ে
তপ্তরোদে ভাবনার ক্যানভাসে।

বৃষ্টি মাদল সুরের লহরী
মৃদু দক্ষিণা হাওয়া।
ভেসে যাওয়া স্রোতের জলে
ডুবে যাবো কাগজের নৌকো হয়ে।

ইচ্ছে ঘুড়ি (গান)
__শান্ত চৌধুরী

তোমার ছোয়া (গান)

আমার ভাবনা গুলো
শুধু তোমাকেই ছুঁয়ে যায়
কোন এক শুভ্র বিকেল
মায়াবী তোমার বারান্দায়।

তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।

দিন ছিল রোদ্র ঝলমল
গোধূলির আবির মাখা
শীতল তোমার রেশমী চুল
তোমাকেই ছুঁয়ে দেখা।

কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।

তোমার ছোঁয়া (গান)
__ শান্ত চৌধুরী

শহুরে জীবন (গান)

ধূসর ধূলিকণায় মিশে গেছে এ শহর
নিস্তব্ধতায় নেমে গেছে কোলাহল।
খেয়ালের জানালায়
উকি দিয়ে যায় নিঃসঙ্গতা।

অনাদরে অবহেলায় হারিয়ে
যায় মায়ের চিরকুট।
এই শহুরে জীবন চলছে
অবিরাম কালের স্রোত।

প্রতিক্ষার প্রহর নেই
এলোমেলো ভাবনায় কেটে যায় বেলা।
ফেরারী স্টেশনে থেমে নেই কোন গাড়ী
রঙ তামাশার শহর জুড়ে
শুধু মিথ্যে ছলনা।

মনের স্টেশন (গান)

মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।

নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।

মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।