আমাকে ভালোবেসে দেখো -একবার
সমুদ্র জলের মতো – তোমাকে
ভালোবাসবো সীমাহীন।
আমাকে ভালোবেসে দেখো -একবার
পাহাড় যেমন আকাশ ছুঁয়ে যায়
তেমন করে বুকে আগলে রাখবো।
আমাকে ভালোবেসে দেখো -একবার
আকাশের মতো বিশলতায় – তোমাকে
ঢেকে দিবো অজস্র কোলাহলে।
আমাকে ভালোবেসে দেখো -একবার
চাদনী রাতের মতো – আলোকিত
করে দিবো তোমাকে।
আমাকে ভালোবেসে দেখো -একবার
রঙিন স্বপ্নের মতো – তোমাকে
সাজাবো আপন নিবাসে।
আমাকে ভালোবেসে দেখো -একবার
প্রাচীরের দেয়ালের মতো – তোমায়
বুকে জড়িয়ে রাখবো অনন্ত আবহে।
আমাকে ভালোবেসে দেখো -একবার
তোমাকে আমার সমস্ত সত্তা দিয়ে দিবো
যেমন সূর্যের মতো দিনের আলো।
আমাকে ভালোবেসে দেখো -একবার
আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে রাখবো হৃদয় কুটিরে।
দারুণ । বেশ ভালো লাগলো
অসামান্য প্রতিশ্রুতি। শুভ সকাল কবি।
বেশ রোমান্টিক মনে হলো কবি দা