এই শহরে

ইট কংক্রিটের এই শহরে
মধ্য ঝাঁঝাল রোদেলা দুপুর।
ব্যস্ত নগরীর কোলাহলে মিশে
পায়ে হেঁটে হেঁটে ক্লান্ত পথিক।

পিছু ফিরে বার বার ক্লান্তিতে
নির্জন নিস্তব্ধ আশ্রয়ের খোঁজে।
অনবরত কলরবে গাড়ির হর্ণ
যান্ত্রিক নগরীর বিবর্ণতা।

পাখিদের সুরের মিষ্টতা নেই
গাঢ় সবুজ যেন দু’চোখে ধাঁ-ধা।
দেয়াল ঘেরা কংক্রিটের প্রাচীর
মানুষ গুলোও কেহ কার না।

অথই মধ্য যুগে ডুবে আছে
মানবতা আজ ঝরা পাতা।
দু’একটা কাকের নিরব কান্না
প্রভাতের নগরীর যাত্রা।

অবিরত পলকহীন নগরীর ইট,
পাথর, কংক্রিট হয়ে উঠে ছায়া মানব।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “এই শহরে

  1. অথই মধ্য যুগে ডুবে আছে
    মানবতা আজ ঝরা পাতা।
    দু’একটা কাকের নিরব কান্না
    প্রভাতের নগরীর যাত্রা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।