ভালোবাসা কুড়োনো

রাজপথে বিন্দুসম ধুলোরও একটি গন্তব্য আছে
সেও নদী হয়ে সাগরে অথবা সাগর থেকে বালুচর হয়ে
অন্যকোন দেশের রাজপথে এসেছে ।
বিচিত্র জীবনের নিয়মের মধ্যে শুধু হেঁটে চলা
আর পথ কুড়োনো,
স্থানান্তর হওয়া আর কিছু একটা খুঁজে বেড়ানো
এই খুঁজে বেড়ানোর স্পষ্টতর নামই হচ্ছে “ভালোবাসা”….
কেউ বাঁচতে চায় ভালোবাসে, কেউ ভালোবাসার জন্য বাঁচে
আর অভাগীরা ভালোবাসাকে ভাগ্য বলে মানে …!

7 thoughts on “ভালোবাসা কুড়োনো

  1. " এই খুঁজে বেড়ানোর স্পষ্টতর নামই হচ্ছে “ভালোবাসা”….
    কেউ বাঁচতে চায় ভালোবাসে, কেউ ভালোবাসার জন্য বাঁচে।" __ ফ্যান্টাস্টিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কেউ বাঁচতে চায় ভালোবাসে, কেউ ভালোবাসার জন্য

  3. দারুণ কিছু দর্শন তুলে এনেছেন কবিতায়।  মুগ্ধ হয়ে পড়লাম।

    "কেউ বাঁচতে চায় ভালোবাসে, কেউ ভালোবাসার জন্য বাঁচে
    আর অভাগীরা ভালোবাসাকে ভাগ্য বলে মানে …!"

    অসাধারণ ফিনিশিং; ভালোলাগার এবং ভাবনার অনেক কিছু রয়েছে!

  4. সুন্দর ভালবাসার প্রকাশ কবি দা

  5. বিচিত্র জীবনের নিয়মের মধ্যে শুধু হেঁটে চলা
    আর পথ কুড়োনো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনাকেও সুন্দর সকালের শুভেচ্ছা । ধন্যবাদ অনেক 

মন্তব্য প্রধান বন্ধ আছে।