কবি ওমর আলীর মতো
আমিও একবার থুথু ফেলেছিলাম নদীর
বুকে, লজ্জাহীন ভাবে তাকিয়ে ছিলাম
ফেসবুকে পাঠানো এক নারীর দিকে,
আমি কি পাপে পুর্ণ হয়েছি?
কবি সুনীলের মতো পৃথিবী ঘুরে একশত
নীল পদ্ম খুজে না এনেই তোমার পায়ে
ভালবাসার অর্ঘ দিতে চেয়েছি প্রতিদিন
আমি লোভের মায়ায় পড়েছি?
ভালবাসার রঙ না জেনেই দিয়েছি
লাল গোলাপ,
বুকের মাঝে নিয়েছি এক সাগরের বিক্ষুব্ধ ঢেউ,
আছড়ে পড়া মনের উপকুলে, আমি কি ভুল করেছি?
তোমার গ্রীবার বাঁকে আলো আঁধারী,
চোখের মনিতে লুকিয়ে রাখা বানী,
ঠোটের কোলে ঝুলে থাকা হাসি,
বিপ্লবের তারার মতো জ্বলজ্বলে এক তিল
গালিবের ইচ্ছের কথা মনে করিয়ে দেয়।।
একবার পড়লাম। আমার মনে হয় আবারও পড়া উচিত। বাইরে যাচ্ছি। ফিরে এসে কথা বলবো। শুভ সকাল।
দ্বিতীয় এবং তৃতীয়বার পড়লাম। নিঃসন্দেহ সুলিখন প্রিয় কাজী রাশেদ।
বাহ! চমৎকার
অনেক সুন্দর কবি দা।