নদী বাড়ি

মেঠোপথের ধারে যেথা
জলরাশির বাঁক থাকে
ঐ বাড়িটায় শান্তি আছে
নদীর পাড়ে বলে

সান্ধ্যবেলা নৌকাগুলো
ঢেউয়ের তালে তালে
এলেবেলে চলে চলে
জীবনের কথা বলে

চাঁদের আলোর প্রতিফলন
নদীর হাওয়া নিয়ে
ঐ বাড়িটার জানালায়
সুখ দিয়ে আসে

নদীর তীরে পথগুলোর
পাড় ঘেঁষা বাড়ি
সুখের হাট এখানে
সুখ সারি সারি

বাংলার বুকের নদীমাতা
সুখ ফেরি করে
এমন সুখ নিয়ে যেয়ো
নদীর তরে এসে…

11 thoughts on “নদী বাড়ি

  1. বাড়ির নামটি ভীষণ সুন্দর তো !! নদী বাড়ি। নদীর তীরে পথগুলোর পাড় ঘেঁষা বাড়ি; সুখের হাট এখানে সুখ সারি সারি। চমৎকার হয়েছে সব্যসাচী সাঈদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আজকের কবিতাটি শ্রদ্ধেয় মুরব্বী’কে উৎসর্গ করছি। ফেইসবুকে উনি এই ছবিটি দিয়েছিলেন। তা দেখেই লিখতে ইচ্ছে করলো। আপনার মন্তব্যে বুঝলাম ভালো লেগেছে । এ বিষয়টি আমাকে পরিপূর্ণতা দিল। কৃতজ্ঞতা ভাই। 

      1. বাহ্ বাহ। এফবি’তে দারুণ সব ছবি ব্যবহার করেন মুরুব্বী ভাই। তাঁকে ডেডিকেটেড করেছেন জেনে যারপরনাই আনন্দিত হলাম ভাই। অন্তর থেকে প্রিয় ভাই আর আপনার জন্য শুভেচ্ছা রাখলাম। :yes:

  2. লিখাটির ভাব এবং প্রকাশ নিশ্চিত অর্থে নান্দনিক হয়েছে। অভিনন্দন মি. সাঈদ চৌধুরী। অনেক বিষয়ে লিখে থাকেন জানি; তারপরও আজকের এই প্রচেষ্টা প্রশংসার দাবী রাখে। প্রশংসা এবং কৃতজ্ঞতা জানালাম। ভালো থাকুন আনন্দে থাকুন। ধন্যবাদ। :)

    1. আমাকে লেখক হিসেবে আবিস্কারে আপনার ভূমিকা রয়েছে । কৃতজ্ঞতা আপনার প্রতি । 

    1. আপনাকে পেয়ে ভালো লাগলো । আপনার উপস্থিতি কম ফেইসবুকে । ভালো থাকুন সবসময় ।

    1. সবসময় আপনাকে পাই, এটাই ভালোলাগা । কৃতজ্ঞতা জানবেন 

  3. বাংলার বুকের নদীমাতা
    সুখ ফেরি করে
    এমন সুখ নিয়ে যেয়ো
    নদীর তরে এসে…

    * অনবদ্য,… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ভালোলাগা আপনার প্রতি অবিরত । সুন্দর থাকুন সবসময় । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।