খোকা মোটে বোকা নয় ওঠে রোজ ভোরে-
দাঁত মেজে মুখ ধুঁয়ে সুখসুখ মনে
হইচই নয় বই পড়ে ঘরে বসে।
ভুল করে না সে রোজ ইসকুল যেতে।
বৈকালে ওই মাঠে খেলা করে কাটে-
সাথিদের সাথে খুব মাতামাতি করে।
আরবার পড়া তার শেষ ক’রে রাতে
বেশ খুশি মনে টিভিটাকে খুলে নিয়ে-
দুলে দুলে কার্টুন দেখে আর খায়।
তারপরে চুপচাপ রূপকথাদেরই
দেশে যায় ঘুমঘুম বেশে অবশেষে।
কথা শোনে মা বাবার – রাখে মনে সেটা ।
নকল তো নয় কিছু সকলকে খুব
ভালবাসে। আলো হাসে চোখে সারাক্ষণ।
মারামারি- বাড়াবাড়ি করে না কখনও।
খোকাবাবু বোকা নয় থোকাথোকা ফুল-
হয়ে ঠিক ফিকফিক একদিন হেসে
উঠবেই- লুটবেই কাঙ্খিত ফল।
অন্ত্য-মিল ছড়া এতো দিন পড়ে এসেছি। বুঝি আর না বুঝি পড়েছি। আজ পড়লাম অন্ত্য-অমিল ছড়া। দারুণ আইডিয়া প্রিয় কবি মি. শংকর দেবনাথ।
অন্ত্য-অমিল ছড়া পড়লাম কবি।
কেন অন্ত্য-অমিল ছড়া হলো শংকর দা। মিল কি করা যেতো না !!
যেত। করলাম না।
কি দারুণ !! অন্ত্য অমিলেও যে কাব্য সৌন্দর্য ফুটে উঠতে পারে তা জানা ছিল না ।
* অন্ত্য- অমিলেও তো একটা মিল দেখা যাচ্ছে…