অণুকাব্য -৩

১.
মায়ের কোলেই খেলছি,
মাকে অনেক কষ্ট দিচ্ছি!
তবুও মাকে হাসতে দেখছি!
মায়ের কোলেই খেলছি।

২.
মায়ের চুমো ভুলতে,
পারি না কোনো মতে!
মায়ের বুকের অতুল মধুতে,
মানুষ হলেম সুখেতে!
কখনো মায়ের তুলনা,
হয়না, হবেও না!

চলবে……

7 thoughts on “অণুকাব্য -৩

  1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    “কখনো মায়ের তুলনা,
    হয়না, হবেও না!”

    সহজ সাবলীল ভঙ্গিতে গভীর সব বাণী দিয়ে যাচ্ছেন আঙ্কেল। যাযাকাল্লাহ খাইর।

    1. আঙ্কেল, আসসালামু আলায়কুম। আমি লিখার ধরণ পরিবর্তণ করেছি। এখন সবই অণুকাব্য আকারে লিখি যা ম্যাসেজপূর্ণ হতে হবে। শুধু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তাও কখনো কখনো একটু পরিসরে বড় হতেও পারে।
      আচ্ছা আঙ্কেল, ধরুন লিখায় ভুল চলে গেছে। শুধরানোর পথ কী? অনেক দিন পর তাই একটু সময় লাগছে। দোয়া করি ভালো থাকবেন । মহান আল্লাহ যেন সহায় হন।

  2. অণুকাব্যে শুভেচ্ছা রাখি প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
    কেমন আছেন?

    1. আঙ্কেল, আসসালামু আলায়কুম। আল্লাহ চাহেন ভালো আছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।