শিশুর জন্য
১.
পড়া করেছি মা সবটাই,
লিখে নিয়েছি মা পুরোটাই।
পড়া বুঝতে মা বাকী নাই,
লিখে নিয়েছি মা পুরোটাই।
২.
এনেছি মা পুরষ্কার,
মা, এটা তোমার।
এটা, মা বাবার,
এনেছি মা পুরষ্কার,
সবই তোমাদের দু’জনার।
৩.
যত শত আবর্জণা,
যথাতথা ফেলব না।
ময়লা, ডাষ্টবিনে ফেলব,
পরিবেশ পরিষ্কার রাখব।
৪.
জ্ঞানের জন্য সাধনা,
কেউ করতে ভুলব না।
৫,
বাড়ী এসেছেন অতিথিরা,
অযত্ন করবনা আমরা।
খুশী হবেন অতিথিরা,
অযত্ন করবনা আমরা।
৬.
জ্ঞানের আলোতে জ্বলব,
বিশ্বব্যাপী আলো ছড়াব।
৭.
আকাশেতে ঘনকালো মেঘমালা,
করে যেন চমৎকার খেলা!
রাতে দেখি তারার মেলা,
সবই প্রভুর লিলা খেলা।
চলবে…….
7 thoughts on “সাহিত্য (শিশুর জন্য)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শিশুতোষ এই উপদেশ আমাদের সহ আমাদের ঘরের শিশুদের শিক্ষা দিতে হবে।
আমিন
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
শিশুর মতো পবিত্রততায় ভেসে গেলাম।
আপনার কল্যাণ হোক।
আমিন
ছন্দে ছন্দে সুন্দর ও শিক্ষনীয় ছড়া
শুভ কামনা
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।
* আসসালামু আলাইকুম…
আমিই আপনাদের সেই দিলওয়ার
ভালো থাকুন নিরন্তর।