রাত্রির কাব্যঃ ২ এপ্রিল 11, 2017কবিতাআরিফা তাজরিমিন রাতজাগা পাখি বিষণ্ন আঁখি অসীমের পানে মায়াময় টানে অপলক চায় কি বিষণ্নতায়!!
প্রিয় কবি আরিফা তাজরিমিন, আপনি সুস্পষ্ট শুনে বা জেনে নিন, আপনার অতি ছোট্ট লিখায়, কেনো জানি হৃদয় ছুঁয়েযায়! চলুক আপনার লিখা অনবদ্যভাবে।
প্রিয় কবি আরিফা তাজরিমিন,
আপনি সুস্পষ্ট শুনে বা জেনে নিন,
আপনার অতি ছোট্ট লিখায়,
কেনো জানি হৃদয় ছুঁয়েযায়!
চলুক আপনার লিখা অনবদ্যভাবে।
ছোট ছোট কথা। ভালো লিখেছেন আরিফা তাজরিমিন।
ভালো লাগলো খুব সুন্দর ছন্দে আপনার ছোট্ট কবিতা !
ভালো লাগা জানিয়ে গেলাম
