ছড়া
চলি সামনে চলি,
সবাই সত্য বলি।
মিথ্যা পরিহার করি,
অন্যায় বর্জন করি।
সবাই গড়ি সখ্য,
সখ্য গড়াই লক্ষ্য।
জ্ঞানের আলো চাই,
আলো জ্বালো সবাই।
মন হোক উদার,
উদার হোক সবার।
জগড়া ঝাঁটি করবার,
নেই কোনো দরকার।
ভয় ভয় করে,
না জানি কী ঘটেরে!
বলার কিছুই নাই,
বাঁচার মত বাঁচতে চাই।
চলবে……………..
সৎ এবং সত্য পথে যেন চলি। আল্লাহ আমাদের সেই শক্তি দিন। আমীন।
আমিন
সবাই গড়ি সখ্য,
সখ্য গড়াই লক্ষ্য।
জ্ঞানের আলো চাই,
আলো জ্বালো সবাই।
** আমাদের সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন…
শুভ কামনা সবসময়।
ভাইয়া, আসসালামু আলায়কুম।

সত্যি তাই সমাজে ভারসাম্য ফিরবে
ছন্দ হিন্দোল, আসসালামু আলায়কুম। দোয়া র’লো মহান আল্লাহ যেন সতত আপনার, আমার এবং সবার বরকতময় জীবন দেন।
