অন্য গল্প

অন্য রকম হোক একটা গল্প
ডিজেলের রাতে জোছনা অল্প
হারিয়ে যাক পেয়ালায় রদ্দুর
চল হাটি। হাটি বহুদুর।

একটা চেনা গানের টানে
কবিতার বই খুলি খুব ভোড়ে
জীবন তুমি শিখিয়োনা ব্যস্ততা
বাজারের ফর্দেও থাকে ভালবাসা।

ফুরিয়ে যাওয়া মোমবাতি খুব চেনা
হারিয়ে যাওয়া ক্যাকটাস আমার কেনা
ভুল তুমি ভুলিয়োনা আমাকে
আমার খবর থাকে তারাদের মেলাতে।

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

6 thoughts on “অন্য গল্প

  1. * শুরুটা অনেক ভালো লেগেছে…
    শুভ রাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।