১.
ক্রমে ক্রমে অল্পে অল্পে,
সময় যাচ্ছে গল্পে গল্পে।
সমীচীন হচ্ছে না তা!
এতে থাকছে না সততা।
২.
আত্ম-প্রবঞ্চনা করা,
আত্মপ্রসাদ বোধ করা,
চাকচিক্য অবলম্বন করা,
আত্মগর্ব অনুভব করা,
ভালো মানুষের হতে পারে না তাড়া।
৩.
সমাজে অরাজকতা ও সমাজে উচ্ছৃঙ্খলতা,
সমাজে অসংযমতা ও সমাজে হৃদয়হীনতা,
সমাজে অসভ্যতা ও সমাজে অপ্রিয়তা,
সমাজে অপ্রকৃতিস্থতা প্রতিষ্ঠা করা যাবে না তা।
প্রতিষ্ঠা করতে হবে, উন্নত সামাজিকতা।
৪.
সমাজের বর্তমান অবস্থায়,
কে যে কখন কাকে ঠকায়!
কে যে কখন কার পক্ষ নেয়!
স্বীয় সুবিধার জন্যই এমন হয়।
অপেক্ষাকৃত এরাই নিকৃষ্ট মানুষ,
এরাই শ্রেষ্ঠ নিকৃষ্টত্বের মানুষ, হারায় হুশ।
চলবে………..
5 thoughts on “অণুকাব্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সমাজে অসংযমতা ও সমাজে হৃদয়হীনতা,
সমাজে অসভ্যতা ও সমাজে অপ্রিয়তা,
সমাজে অপ্রকৃতিস্থতা প্রতিষ্ঠা করা যাবে না তা।
আসসালামু আলায়কুম
সমাজের বর্তমান অবস্থায়,
কে যে কখন কাকে ঠকায়!
কে যে কখন কার পক্ষ নেয়!
ভাইয়া, ধন্যবাদ। সময় খুবই কম। প্রচুর ফির্ড ওয়ার্ক করতে হয়। তাই বসতেই পারি না্।
ফিল্ড শব্দটি এরুপ পড়বেন