চশমাটার প্রয়োজন

ভাবনার চোখে পাপর ভাজা ছানি পরেছে; এই বার বুঝি বিষুর বাপের চশমাটা লাগবে ! কথায় পাবো চশমাটা ?
সেই স্কুলের হোসেন স্যার বলেই গেছে ‘‘কচুভত্তা কচুর ডাল খাবি’’ চোখ জড়া আর ভাল থাকে কই, সেই কচুই বা কথায় পাই? আরে না -না একটু তো বয়স হয়েছে না; পাওয়ার লেন্স ক্ষয় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গ্লাসটাও খুজেই পাই না।
না এবার বুঝেছি টুনের ভাইয়ের চশমাটা চাই।
ডাবগাছের পাতার চশমা হলেই হবে বুঝি !
আমাদের বোডঘরের দক্ষিণ পাশের চশমার দোকানটাছিল না? সেখান থেকে কিনতে হবে চশমাটা।
এখানে তো হজার ফ্যাশান যুক্ত চৎমা! অনেক ভয় হয়- যদি চশমার ফ্রেম কাচ ভেঙ্গে যায় তাহলে চশমার আরালে ঘোর অন্ধকার।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “চশমাটার প্রয়োজন

  1. অন্যান্য লিখার পাশাপাশি এমন গদ্য লিখন আপনার থেকে আশা করি।
    শুভেচ্ছা রইলো প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।