নৈঃশব্দের অতলান্ত-সুখ

নৈঃশব্দের অতলান্ত-সুখে আমি সাঁতরাতে চাই
সুখ-সাঁতারকাটে যেমন পাখপাখালি-সবুজ
ওরাওতো মানুষের মতো বাঁচে-মরে, খেটে খায়
বড় হয় ক্রমশ বাড়ায় বংশক্রম;
তার কতটুকুই বা দেখে আমাদের চর্মচোখ?
ওদের নিয়ত ভাঙ্গাগড়ার নন্দিত সংগ্রাম
কখনো কি ঘটায় আমাদের সুখের ব্যাঘাত!

অথচ এখানে হার্টবিটবাড়ায় শব্দদূষণ
সকাল-সন্ধ্যা, নিশুতিরাত অহরহ প্রতিদিন–
আমরা সয়ে যাচ্ছি ক্ষয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি
রোগাটে আর পাণ্ডুর, এই ক্ষয়িষ্ণু পৃথিবীর
এক অতিদুর্বল নিন্দিত জীব?

কোথায় পাবো ফুলেল শান্তি, নৈঃশব্দ-সুখ
আমরাও হতে পারি নাকি মাছ-গাছ-পাখি, নদীর মতন।

শাহ আলম বাদশা সম্পর্কে

৮০ দশকের কবি, ছড়াকার, গীতিকার বিশেষত; শিশুসাহিত্যিক। ৬টি প্রবন্ধ সংকলন, ৩টি গল্পসংকলন, ৩টি শিশুতোষ ছড়াগ্রন্থ, ২টি ছড়াগ্রন্থ, ৩টি কাব্যগ্রন্থ, ৭টি অডিও-ভিডিও এলবাম প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় লেখালেখি। ১৯৭৮ সালে তৎকালীন রেডিও বাংলাদেশ রংপুর কর্তৃক ‘‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ছড়াকার’’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৮৬ সালে সিলেট ছড়া পরিষদ কর্তৃক ছড়ায় অবদান রাখার জন্য পুরস্কৃত। ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতাছাড়াও বিভিন্ন সাহিত্য পত্রিকা যেমন; লালমনিরহাট থেকে ত্রৈমাসিক চলমান, ত্রৈমাসিক ব্যতিক্রম, ত্রৈমাসিক দারুচিনি, ত্রৈমাসিক কিশোরকন্ঠ, ত্রৈমাসিক প্রজাপতিসহ (অধুনালুপ্ত) বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং লালমনিরহাটের প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক জানাজানি’র প্রতিষ্ঠাতা সাহিত্যসম্পাদক ছিলেন। শাহ আলম বাদশা’র প্রকাশিত অডিও-ভিডিও এলবাম এবং গ্রন্থসমূহঃ ১। ভোরের পাখিরা [অডিও-ভিডিও এলবাম-১৯৮৯] ২। শিহরণ ১ ও ২ [অডিও এলবাম-১৯৯৩] ৩। শিহরণ ২ [অডিও এলবাম-১৯৯৩] ৪। প্রত্যয় [অডিও এলবাম-১৯৯৪] ৫। প্যারোডি গান [অডিও এলবাম-১৯৯৫] ৬। তথ্য পেলেন কাশেম চাচা [নাটিকার ডিভিডি-২০০১৪] ৭। তথ্য কমিশনের বিচারিক কার্যক্রম [প্রামাণ্যচিত্রের ডিভিডি-২০১৪] ৮। কিশোকন্ঠ গল্পসমগ্র-১ (গল্পগ্রন্থ)-২০০১] ৯। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (১খণ্ড)-২০০৬] ১০। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (২খণ্ড)-২০০৭] ১১। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (৩খণ্ড)-২০০৮] ১২। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (৪খণ্ড)-২০০৯] ১৩। স্বপ্ন দিয়ে বোনা [গল্পগ্রন্থ-২০১৩] ১৪। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প [গল্পগ্রন্থ-২০১৫] ১৫। দুরছাই ধুত্তোরী ছাই [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৫] ১৬। ছড়িয়ে দিলেম ছড়া [ছড়াগ্রন্থ-২০১৬] ১৭। হৃদয়জমিন [কাব্যগ্রন্থ-২০১৬] ১৮। নিপুণ শব্দস্রোত [কাব্যগ্রন্থ-২০১৬] ১৯।লিন্তামণির চিন্তা-[শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৬] ২০। ছোট্টমণির প্রশ্ন অনেক [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৭] ২১। ধোঁয়াচ্ছন্ন অন্ধকার-[কাব্যগ্রন্থ-২০১৭] ২২। ছড়াময়-[ছড়াগ্রন্থ-২০১৭] ২৩। লিমেরিক-[লিমেরিকগ্রন্থ-২০১৭] ২৪। কমন-স্যার-[গল্পগ্রন্থ-২০১৭]

6 thoughts on “নৈঃশব্দের অতলান্ত-সুখ

  1. কবিতার স্বরূপ এমনটা হলে কবিতাকে আমি কবিতা বলি। (আমার চোখে)
    শুভেচ্ছা জানবেন প্রিয় বাদশা ভাই। ধন্যবাদ।

    1. ঠিক বলেছেন, কবিতা তো কবিতাই। কবিতার ভাল্লাগাটাই আসল, ব্যাখ্যা করা যায় না তার আনন্দের দোলনকে। ধন্যবাদ

  2. কোথায় পাবো ফুলেল শান্তি, নৈঃশব্দ-সুখ
    আমরাও হতে পারি নাকি মাছ-গাছ-পাখি, নদীর মতন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।