মেরা দেশ মহান

8641_n

বাহাত্তর বছর হল,
এখনো এক ছেঁড়া শালপাতা ঘিরে
ভাঙাচোরা পাঁচটুকরো অভুক্ত মুখ।
দীর্ঘ তুঘলকি অনাচার
দুশো বছরের তাঁবেদারি পার হয়ে
ভেবেছিলে একদিন তুমিও দেখবে চাঁদ
স্বচ্ছল মদির আনন্দমহলে,
গোপন অঙ্গসব ঢাকা পড়বে
স্বপ্ন পরীর সুগন্ধী ডানায় জড়ানো
রঙিন আচ্ছাদনে,
সারমেয় জীবন পেরিয়ে
প্রত্যেকের থাকবে এক নিজস্ব ক্ষুধাপাত্র।

শিশুও জানেনা তার কখন হাতবদল
একবেলা খাবারের বিনিময়ে,
যখন ইচ্ছা পুরুষালি প্রত্যঙ্গ বিচরণ করে
অনিচ্ছুক জরায়ু অতলে,
ধাতব নলের দাপটে
জঙ্গল পাতাও অকুলান হয়ে যায়।
রুক্ষ দিগন্ত শুধু আগুন ঝরায়
অট্টহাসে হা হা ঝংকারে,
হাহুতাশী খোলা প্রান্তরে
অজস্র ছিদ্র বেয়ে
ঘরে ঢোকে উত্তুরে কাঁপন;
জানোয়ারেরও গায়ে থাকে লোম আস্তরণ।

এমন কথা তো ছিলনা কখনো!
কথাসব বুদবুদ রঙধনু মেলে
মুহূর্তে এগিয়ে আসে, মুহূর্তে মেলায়।
বাহাত্তর বছর হয়ে গেল
লাম্পপোস্ট ফাঁকা রয়ে গেছে-
একখানা কালো মুখও ঝোলেনি সেখানে,
আগাপাস্তলা মানব হাটুরেদল
মসনদ আলো করে আছে।
শুধু হাড়জিরজিরে হাত বছরে দুদিন
আধমুঠো বোঁদেলোভী কন্ঠ মেলায়-
বন্দেমাতরম! মেরা দেশ মহান হ্যায়!
তারপর, আবার উপবাসের শ্বাদন্ত শীতকুয়াসায়।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

4 thoughts on “মেরা দেশ মহান

  1. ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।