কোকিলরে তুই ডাকিস না আর কুহু কুহু স্বরে
তোর সেই ডাকে বারেবারে তাকে বড় মনে পড়ে!
চারিধারে বইছিল এক উড়নচণ্ডী হাওয়া
হলো না আর নির্মল তার মুখখানি ছুঁয়া!
এত যে তারে ভেসেছিলাম ভালো কোথায় হারলো
মন খুশি উর্বশী এ মনে কী বেদনা ছড়ালো
ভুলে ছিলাম জেগে গেলাম উঠলরে নাভিশ্বাস
তোর ডাকে দুর্বিপাকে হলো গহীন সর্বনাশ!
পূর্ণিমার রাত চাঁদের আলোয় কী মায়া ছড়ালি
তারে নিয়ে তুই ফাল্গুনী রাতে কোথায় হারালি?
আজও আমি পুকুরের ধারে চুপটি জেগে রই
পূর্ণিমাতো ঠিকই আছে আমার চাঁদটি কই!
এত যে তারে চেয়েছিলাম আজ কোথায় হারালো
মন পবনের নায়ে ভেসে সে কোন ঘাটে দাঁড়ালো!
তোর কারণে ভোলা স্মরণে জপি অতি জলোচ্ছ্বাস
মায়া জাগালি কেন কাদালি করলিরে সর্বনাশ!
ফুল ফোটে ফুল ঝরে, যাহা ঝরে সে না ফিরে আর
থাকে শুধু সুধাবার সুগন্ধি স্মৃতি উপহার
এইখানে গাইবার গান টুকু পেয়ে যায় সূর
চলে যাব কোন খানে জানিনা কোন সুদূর
একদিন এইখানে কবি মন উঠেছিল নেচে
সেইদিন আর ফিরে পাবে নাকো খোঁজ যত মিছে!
ঐ কোকিলের মতো, ঐ চন্দ্রিমার উচ্ছ্বাস
তুমি পাও খুঁজে এই গানে গানে কারো দীর্ঘশ্বাস?
দারুন। খুব ভালো লাগলো কবি।
মহাশয়
ধন্যবাদ।
আপনার ভালো হোক।
শুভ কামনা।
বাহ্। দারুণ ছন্দ কথায় বা শব্দ মিলে পরিচ্ছন্ন বক্তব্যে লিখাটি যথেষ্ঠ গ্রহণযোগ্য মনে হলো প্রিয় কবি ফকির আবদুল মালেক। শুভ সকাল।
অনেক সুন্দর লিখেছেন l
অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
"ফুল ফোটে ফুল ঝরে, যাহা ঝরে সে না ফিরে আর
থাকে শুধু সুধাবার সুগন্ধি স্মৃতি উপহার"
শুভকামনা থাকলো কবি।
দাদা
আপনার প্রতি শুভকামনা রইল।
অতীব অসাধারণ লিখেছেন প্রিয় কবি
অনেক ধন্যবাদ।