স্বর্ণপ্রভা

Tec

তুমি কি হেলেঞ্চালতার মত দুলে ওঠো?
আকাশে ছড়িরে পরে তোমার স্বর্ণপ্রভা
রামধনুর সাতটি রং এসে তাতে মিশে যায়
মনে মনে ভাবি তুমি কি সেই যাকে দেখে
ইন্দ্র দেবতার হাজার চোখ ফুটে উঠেছিল?

বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ হয়েছিল?
চতুর্দিকে দেবতারা বাজিয়েছিল শঙ্খনিনাদ
তোমায় পাদ্য-অর্ঘ্য দিতে নতজানু হিমালয়
ময়ূর ভুলেছিল কেকারবে পেখম মেলতে
দেবীর আদলে আকাশ থেকে পুষ্পবৃষ্টি
তোমার দিব্য দর্শনে বিনা বাক্যালাপেই
পূরণ হয় সমস্ত ইচ্ছা, দূর হয় মতভেদ।

2 thoughts on “স্বর্ণপ্রভা

  1. তোমার দিব্য দর্শনে বিনা বাক্যালাপেই
    পূরণ হয় সমস্ত ইচ্ছা, দূর হয় মতভেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।