তুমি খেলে ত্রিশটি কলা,
বোন খেলো দুই ডজন,
স্যার বললেন- মোট ক’টা হয়,
বলতো দেখি ভজন?
ভজন বলে- ঘামিয়ে মাথা,
নামিয়ে শেষে গলা-
দু’জন মিলে পারবো না স্যার
খেতেই অত কলা!
তুমি খেলে ত্রিশটি কলা,
বোন খেলো দুই ডজন,
স্যার বললেন- মোট ক’টা হয়,
বলতো দেখি ভজন?
ভজন বলে- ঘামিয়ে মাথা,
নামিয়ে শেষে গলা-
দু’জন মিলে পারবো না স্যার
খেতেই অত কলা!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
* অনেক সুন্দর।
স্বাগতম শব্দনীড়ে…
ধন্যবাদ। শুভকামনা সতত।
ধন্যবাদ
এটাও দারুণ
মোদ্দা কথা সংক্ষিপ্তে সুন্দর। বহুকালের পরিচিত মানুষ আপনি। তারপরও শব্দনীড়ের সাথে আপনার কেন জানি না দূরত্ব বেড়ে গিয়েছিলো। এখন নিশ্চয়ই নিয়মিত পাবো। ধন্যবাদ শংকর দা।
স্বাগতম।
হ্যাঁ, দাদা। কেমন আছেন আপনি? এখন আবার এলাম আপনার শব্দের নীড়ে থাকার জন্য। থাকব যতদিন ভালবাসা পাই।
হা হা হা, সুন্দর
ধন্যবাদ দাদা। শুভকামনা সতত।
দাদা, এখব স্যার যদি বলেঃ
বাহ্। ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইল।
দারুণ।
শুভেচ্ছা। ধন্যবাদ।