সবুজের হলুদ ব্যাধি

কোন দগ্ধ রেখাই ছিলোনা কখনো আমার শরীরে
তোমার দগ্ধ মনের সাথে তাল মেলাতে সবার অগোচরে–
একদিন ঝাঁপ দিয়ে ছিলুম তপ্ত সাগরে
দিনে দিনে খসে পড়েছে সকল মাংস পেশি
এ ইতিহাস কেউ না জানলেও জানে শশি।

উদাস হতে মুদিরার গ্লাসে ঠোঁট মিলিয়েছি অহর্নিশ
পড়া–লেখা ছেড়ে জারুল তলায় বসিয়েছি সমাবেশ
কেউ ছিলোনা ওপাড়ায় আমায় সজাগ করে দিতে
যেমন খুশি তেমন চলেছি শুধু তোমার সাথে তাল মেলাতে!

সময়েরা গত হল তোমার ক্ষত গেলো সেরে
আমার আর ফেরা হলনা সুন্দর সংসারে
আমার উদাসি ভবঘুরে মন যেমন ছিল তেমনই আছে
যা হারিয়েছিনু তা ফিরে পাবার সুযোগ কে আবার দিবে?

তোমার অভিনয় ছিলোনা; অভিনয়তো করেছি আমি
যা করেছি তাতো ছিল সবুজের মাঝে হলুদ ব্যাধি।

8 thoughts on “সবুজের হলুদ ব্যাধি

  1. হৃদয় নিঙড়ানো লিখা আপনার। যতটুকুই লিখে থাকেন; সেখানে থাকে অসাধ্য স্বচ্ছতা। অভিনন্দন প্রিয় কবি। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয়, আপনাদের অনুপ্রেরণায় উৎসাহ পাই…

      ঈদের অনাবিল শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ভালো লাগা রইলো প্রিয় । ঈদের শুভেচ্ছা জানবেন । 

  3. "সময়েরা গত হল তোমার ক্ষত গেলো সেরে
    আমার আর ফেরা হলনা সুন্দর সংসারে"

    –ফিরে আসা অনেক সময়ই কঠিন হয়ে যায়। 

    খুব সুন্দর প্রকাশ!

    1. * সুপ্রিয়, আপনার মন্তব্যে অনুপ্রাণিত…

      ঈদের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * সুপ্রিয় শ্রদ্ধা সমন্বিত ভালোবাসা নিরন্তর…

      ঈদের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।